ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসি ইতিহাসের সেরা ফুটবলার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
মেসি ইতিহাসের সেরা ফুটবলার লিওনেল মেসি

ঢাকা: বার্সেলোনার কোচ লুইস এনরিকের সঙ্গে দলের প্রাণভোমরা লিওনেল মেসির সম্পর্ক ভালো যাচ্ছিল না বলে কিছুদিন আগে বিভিন্ন স্প্যানিস সংবাদমাধ্যমে আলোচনা, সমালোচনার ঝড় উঠেছিল। তবে, সকল সমালোচনার জবাব দিয়েছেন মেসি-এনরিক।



কোপা দেল রে’র ম্যাচে কোয়ার্টার ফাইনালে উঠেছে কাতালান ক্লাবটি। হারিয়েছে স্প্যানিস জায়ান্ট বর্তমান লিগা চ্যাম্পিয়ন অ্যাতলেতিকো মাদ্রিদকে। সর্বশেষ জয়ের পাল্লায় মেসিদের জমা হয়েছে লা লিগার ম্যাচে দেপোরতিভোর বিপক্ষে ৪-০ গোলের বড় জয়।

আর দেপোরতিভোর ঘরের মাঠে অতিথি হিসেবে খেলতে নেমে আর্জেন্টাইন তারকা মেসি একাই করেন তিনটি গোল। এ হ্যাটট্রিকের পর লা লিগার আসরে মেসির নামের পাশে যুক্ত হয়েছে ২২টি হ্যাটট্রিক। বলা চলে মাঠেই মেসি তার সমালোচনার জবাব দিয়ে চলেছেন।

এবারে মেসিকে বিশ্বসেরাদের কাতারে নিয়ে গেলেন ক্লাব গুরু লুইস এনরিক। গুরু-শিষ্যের সম্পর্কের অবনতির প্রসঙ্গকে উড়িয়ে দিয়ে এনরিক জানালেন, মেসি ফুটবল ইতিহাসের সেরাদের কাতারে চলে গিয়েছে।

দেপোরতিভোর বিপক্ষে জয় পাওয়ার পর এনরিক বলেন, প্রতিপক্ষ আমাদের অনেক বেশি সুযোগ করে দিয়েছে। কিন্তু আমরা ঠিকমতো সুযোগ গুলোকে কাজে লাগাতে পারিনি। তবে, দলের প্রত্যেক ফুটবলারের উন্নতি আমার চোখে পড়েছে। বিশেষ করে মেসির খেলা ছিল অসাধারণ।

এনরিক আরো যোগ করেন, মেসি অন্যান্য মৌসুমের মতোই শুরু করেছে। সে কখনো হাল ছেড়ে দেয়ার পাত্র নয়। সে সব সময় বিশ্বসেরা ফুটবলারদের মতোই মাঠে খেলে থাকে। ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় সে রয়েছে। মেসির খেলার ধরণই বলে দেয় সে কোন পর্যায়ের ফুটবলার।

২৪ জানুয়ারি লা লিগার ম্যাচে এনরিকের বার্সা মাঠে নামবে এলচের বিপক্ষে। মেসি-নেইমার-সুয়ারেজরা কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষেও মাঠে নামবেন।

বাংলাদেশ সময়: ১৯০৩ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।