ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

অ্যাতলেতিকোর শেয়ার কিনছেন চাইনিজ ধনকুবের

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
অ্যাতলেতিকোর শেয়ার কিনছেন চাইনিজ ধনকুবের

ঢাকা: চীনের ধনকুবের ওয়াং জিয়ানলিন স্প্যানিস জায়ান্ট অ্যাতলেতিকো মাদ্রিদের কিছু অংশের শেয়ার কিনতে চলেছেন। স্প্যানিস সংবাদমাধ্যম গুলো জানিয়েছে, দিয়েগো সিমিওনের অ্যাতলেতিকোর ২০ শতাংশ শেয়ার কেনার জন্য প্রস্তাব করেছেন জিয়ানলিন।



আর জিয়ানলিনের প্রস্তাবে সাড়া দিয়েছে লা লিগার বর্তমান চ্যাম্পিয়নরা। সে উদ্দেশ্যেই ক্লাবটির কর্তাব্যক্তিদের সঙ্গে জিয়ানলিনের একটি চুক্তি হতে চলেছে। দুই পক্ষের সমঝোতার মাধ্যমে চুক্তি সম্পন্ন হবে বলে জানা যায়।

কোপা দেল রে’র কোয়ার্টার ফাইনালে বার্সেলোনার মুখোমুখি হওয়ার আগেই জিয়ানলিন ও অ্যাতলেতিকোর মাঝে এ ব্যাপারে চুক্তির কাজ শেষ হবে।

ক্লাবের প্রেসিডেন্ট এনরিকে সেরেজো ও ক্লাবের নির্বাহী পরিচালক মিগুয়েল অ্যাঞ্জেল দু’জনই বুধবার চুক্তির ব্যাপারে কথা বলার জন্য বেইজিংয়ে গিয়েছেন। সেখানে জিয়ানলিনের সঙ্গে আলোচনা করেই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান করবে দলটি।

জানা যায়, বিশ্বখ্যাত এএমসি এন্টারটেইনমেন্ট কোম্পানী টাইকনের মালিক জিয়ানলিন। গত বছরের ফোর্বস প্রকাশিত বিলিওনিয়ার তালিকায় এ চাইনিজ ধনকুবের ৩৯তম হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, ১৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।