ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

আবাহনীর কাছে জাতীয় দলের হার!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৯ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫
আবাহনীর কাছে জাতীয় দলের হার!

বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ জাতীয় ফুটবল দল পরাজিত হয়েছে ঢাকা আবাহনী লিমিটেডের কাছে! আজ সোমবার সাভার বিকেএসপিতে অনুষ্ঠিত ম্যাচে জাতীয় দলকে ২-০ গোলে হারিয়েছে অস্ট্রিয়ান কোচ জর্জ কোটানের আবাহনী।

দুটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে (৬৫ ও ৭৫ মিনিটে)।

দুটিই করেছেন হাঙ্গেরিয়ান ফরোয়ার্ড সাবোলোস সার্বা।

আরও বড় ব্যবধানে হারতে পারতো জাতীয় দল। জোড়া গোল করা সার্বা একাই মিস করেছেন আরও গোটা তিনেক সহজ সুযোগ। এর মধ্যে দুবার তিনি গোলরক্ষককে একা পেয়েও বল বাইরে মারেন। সুযোগ নষ্ট করেছে জাতীয় দলও। উইঙ্গার জাহিদ একটি সহজ সুযোগ নষ্ট না করলে হারের ব্যবধান কমতো মামুনুল বাহিনীর।

ওদিকে ঘরোয়া ফুটবল মৌসুমকে সামনে রেখে প্রস্তুতি ম্যাচ খেলছে ক্লাবগুলো। তারই অংশ হিসেবে সোমবার ম্যাচ খেলেছে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র। সামরিক জাদুঘর মাঠে অনুষ্ঠিত মোহামেডান আর মুক্তিযোদ্ধার প্রস্তুতি ম্যাচে কেউ জেতেনি, আবার কেউ হারেওনি। অর্থাৎ গোলশূন্য ড্র করে ঘরে ফিরেছে দুই দল।


বাংলাদেশ সময়: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১৯, ২০১৫


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।