ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বার্সায় দীর্ঘদিন থাকবেন এনরিক

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বার্সায় দীর্ঘদিন থাকবেন এনরিক লুইস এনরিক

ঢাকা: বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছে লুইস এনরিকের বার্সা অধ্যায় শেষের পথে। তবে, বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ জানিয়েছেন, বার্সায় এনরিকের ভবিষ্যৎ উজ্জ্বল।

কোচ হিসেবে তাঁর লম্বা ক্যারিয়ারই অপেক্ষা করছে।

এর আগে বার্সার প্রাণভোমরা লিওনেল মেসির সঙ্গে কোচ এনরিকের দ্বন্দ্ব নিয়ে ফুটবল দুনিয়ায় আলোচনার ঝড় উঠে। তবে, মেসি বা এনরিক কেউই এর সত্যতা স্বীকার করেন নি। তারা দু’জনই জানিয়েছে, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই।

বার্সা টিভিকে দেওয়া সাক্ষাৎকারে বার্তোমেউ বলেন, ‘এনরিক বার্সার জন্য আদর্শ কোচ। ক্যাম্প ন্যুতে তাঁর লম্বা ক্যারিয়ারই অপেক্ষা করছে। আশা করছি, বার্সায় সে দীর্ঘদিন থাকবে। ফুটবলারদের সঙ্গে তাঁর খুবই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক। মেসি, নেইমার ও লুইস সুয়ারেজ সবার সঙ্গেই এনরিকের দারুণ সম্পর্ক। ’

বার্সা প্রেসিডেন্ট আরো বলেন, ‘এনরিকের সঙ্গে মেসিকে ঘিরে যেসব খবর প্রকাশিত হয়েছে তার কোনো ভিত্তি নেই। মেসি নিজেও তা নাকচ করে দিয়েছে। বার্সায় সে সুখেই আছে। মেসি ও এনরিকের বার্সা ছাড়ার সম্ভাবনা নেই। দু’জনই বার্সার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ’

বাংলাদেশ সময়: ১১০৮ ঘন্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।