ঢাকা, রবিবার, ৬ আশ্বিন ১৪৩২, ২১ সেপ্টেম্বর ২০২৫, ২৮ রবিউল আউয়াল ১৪৪৭

খেলা

১৯ বছরের প্যারাটের সঙ্গে বুড়ো রোমারিওর প্রেম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৭, জানুয়ারি ২১, ২০১৫
১৯ বছরের প্যারাটের সঙ্গে বুড়ো রোমারিওর প্রেম ছবি : সংগৃহীত

ঢাকা: ব্রাজিল কিংবদন্তি রোমারিও প্রমাণ করেছেন তিনি শুধুমাত্র ফুটবল মাঠেই দক্ষ ছিলেন না। রোমান্টিকতাও তার দ্বারা হয়।

তাই বলে বুড়ো বয়সে। হ্যা, ৪৮ বছরের সাবেক এ ফুটবলার এবার তার থেকে ৩০ বছরের ছোট দিক্সি প্যারাটের সঙ্গে চুটিয়ে প্রেম করছেন।

বার্সেলোনার সাবেক তারকা সম্প্রতি ক্যারিবীয়ান দ্বীপে ছুটি কাটাতে গিয়ে সামাজিক গণ মাধ্যম ইন্সট্রগ্রামে নিজেদের ছবি পোস্ট করেন। যেখানে তার সঙ্গে ১৯ বছরের আমেরিকান গাইকা প্যারাট ছিলেন।

সেলেকাওদের হয়ে ৯৪’র বিশ্বকাপ জয়ী এ তারকার গত অক্টোবর ২০১৪তে প্যারাটের সঙ্গে সাক্ষাৎ হয়েছিল। পরে ইসাবেলা বিটেনকোর্টের সঙ্গে রোমারিওর বিবাহ বিচ্ছেদ হলে তিনি প্যারাটের সঙ্গে প্রেম শুরু করেন।

রোমারিও ব্রাজিল দলের তৃতীয় সর্বোচ্চ গোলদাতা। তিনি জাতীয় দলের হয়ে ১৯৮৭ থেকে ২০০৫ পর্যন্ত ৭০ ম্যাচে ৫৫টি গোল করেছেন। এছাড়া বিভিন্ন ক্লাবের হয়ে তিনি ৪৪৮ ম্যাচে ৩০৯টি গোল করেছেন।

বাংলাদেশ সময়: ১৭০৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।