ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশর পথ আগলে ওমান

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
বাংলাদেশর পথ আগলে ওমান ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালে আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশের প্রতিপক্ষ মধ্যপ্রাচ্যের দেশ ওমান। এই ম্যাচে জয় পেলে সেমিফাইনালে খেলাতে পারবে বাংলাদেশ জাতীয় হকি দল।



র‍্যাঙ্কিংয়ে ওমান রয়েছে ২২ তম নম্বরে আর বাংলাদেশ ৩০। তাই ওমানকে হারিয়ে সেমিফাইনালে খেলার আশা করতেই পারে বাংলাদেশ। তবে ওমানকে হারাতে পারলেও তৃতীয় রাউন্ড নিশ্চিত হয়ে যাবে না বাংলাদেশের। কেননা চার সেমিফাইনালের সেরা তিনটি দলই যাবে পরের রাউন্ডে। তাই এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাই লাল-সবুজের জার্সিধারীদের।

উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লিগে খেলতে যাওয়ার আগে ৪৫ দিন সাভার বিকেএসপিতে নীবিড় অনুশীলনে ছিল দলটি। কিন্তু দলের অনেকের ভাষ্য ছিল রক্ষণভাগে ক্ষানিকটা দুর্বলতা আছে বাংলাদেশের। আর সিঙ্গাপুরে সেই রক্ষণভাগের দুর্বলতাই চোখে পড়ল সবচেয়ে বেশী। জাপানের সাথে প্রথম ২ মিনিটে, মেক্সিকোর সাথে ১৯ আর জাপানের সাথে ৩ মিনিটে প্রথমে গোল খায় দলটি। এমনকি টুর্নামেন্টে একমাত্র একটি গোল করেছে মেক্সিকো, যেটা বাংলাদেশের বিপক্ষে।
 
তবে ওমানকেই প্রতিপক্ষ হিসেবে আশা করেছিলেন বাংলাদেশ দলের কোচ। বুধবার দুই বেলা অনুশীলন করেছেন জিমি-চয়নরা। সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশ জাতীয় দলের সঙ্গে লড়াইয়ে এগিয়ে রয়েছে ওমান জাতীয় দলই। ওমানের সঙ্গে এশিয়ান গেমসের সপ্তমস্থান নির্ধারণী খেলায় ৩-২ গোলে হেরেছিল বাংলাদেশ।

এর আগে ২০১৩ সালের এশিয়া কাপেও হেরেছিল ৪-২ গোলে। আর সর্বশেষ গতবছর ডিসেম্বরে বাংলাদেশে অনুষ্ঠিত জুনিয়র এএইচএফকাপ হকিতে গ্রুপপর্বে ওমানকে ৭-০ এবং ফাইনালে ৪-০ গোলে হারিয়েছিলো বাংলাদেশের যুবারা। আর সেই দলের একাধিক খেলোয়াড়কে নিয়ে গঠিত হয়েছে ওয়ার্ল্ড হকি লিগের বাংলাদেশ জাতীয় দল। তাই এএইচএফকাপের খেলার অনুপ্রেরণা থেকে ওমান বধে এগিয়ে যাবে।

বাংলাদেশ সময় ম্যাচটি শুরু হবে বিকাল তিনটায়।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।