ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রেটিং দাবায় শীর্ষে মিনহাজ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৯ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫
রেটিং দাবায় শীর্ষে মিনহাজ

ঢাকা: ১৭তম আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডের খেলায় বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব নিজ দলের ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলামের কাছে হেরে গেছেন। আমিন সাদা ঘুঁটি নিয়ে গ্র্যান্ড মাস্টার রাজীবের বিরুদ্ধে ৩৫ চালের মাথায় জয় হন।



অষ্টম রাউন্ড শেষে সাড়ে সাত পয়েন্ট নিয়ে বাংলাদেশ নৌবাহিনী দাবা দলের আন্তর্জাতিক মাস্টার মিনহাজউদ্দিন এককভাবে পয়েন্ট তালিকায় শীর্ষস্থানে রয়েছেন।

সাড়ে ছয় পয়েন্ট করে নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর গ্র্যান্ড মাস্টার এনামুল হোসেন রাজীব, ফিদে মাস্টার খন্দকার আমিনুল ইসলাম ও ফিদে মাস্টার মোহাম্মদ জাবেদ ও ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেডের আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল।

ছয় পয়েন্ট করে নিয়ে তৃতীয় স্থানে রয়েছেনঃ গোল্ডেন স্পোর্টিং ক্লাবের আব্দুল্লাহ আল-সাইফ, তিতাস ক্লাবের ফিদে মাস্টার মোঃ সাইফ উদ্দীন, ফায়ার-সার্ভিস ও সিভিল ডিফেন্সের মোহাম্মদ এনায়েত হোসেন, বাংলাদেশ নৌবাহিনীর শরীফ হোসেন ও মীর চেস ক্লাবের কাজী তাহেরুল ইসলাম।

বুধবার বাংলাদেশ দাবা ফেডারেশনের দাবা ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত অষ্টম রাউন্ডের মিনহাজ ফিদে মাস্টার মেহেদী হাসান পরাগকে, শাকিল মোহাম্মদ সিরাজুল কবীরকে, ফিদে মাস্টার জাবেদ ক্যান্ডিডেট মাস্টার সোহেল চৌধুরীকে, ফিদে মাস্টার সাইফ উদ্দীন এস, এম, স্মরনকে, সাইফ ফিদে মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমানকে, এনায়েত পারভেজকে ও তাহের আবুল কাশেমকে পরাজিত করেন। শরীফ আনিসুজ্জামান জুয়েলের বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

বৃহস্পতিবার বেলা ৩টায় দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে নবম বা শেষ রাউন্ডের খেলা শুরু হবে।  

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।