ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নয়জনের সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টারের জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
নয়জনের সাম্পদোরিয়ার বিপক্ষে ইন্টারের জয় ছবি: সংগৃহীত

ঢাকা: কোপা ইতালিয়ার শেষ ষোলোর ম্যাচে নয়জনের সাম্পদোরিয়ার বিপক্ষে ২-০ গোলে জয় পেয়েছে ইন্টার মিলান। দলের হয়ে প্রথম গোলটি করেন বায়ার্ন মিউনিখ থেকে স্বপ্নের ক্লাবে অভিষেক হওয়া জারদান শাকিরি।

আর দ্বিতীয় গোলটি করেন মাউরো ইকার্দি।

এদিন শুরু থেকেই এলোমেলো ফুটবল খেলতে থাকে সফরকারি ফুটবলাররা। আর খেলার ১২ মিনিটে সে দলের ফুটবলার নানাদ কার্সটিসিস বড় ধরণের ফাউল করলে রেফারি তাকে সরাসরি লাল কার্ড দেখান । সেই সঙ্গে সাম্পদোরিয়া দশ জনের দলে পরিণত হয়। তবে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে খেলায় ফিরতে মরিয়া হয়ে ওঠে ইন্টার। আর খেলার ৭১ মিনিটে লুকাস পোডলস্কির পাস থেকে দারূণ একটি গোল করে স্বাগতিকদের এগিয়ে নেন শাকিরি। সুইস এ তারকা দলের হয়ে এটি প্রথম গোল করলেন।

এদিকে খেলার ৩৬ মিনিটে হলুদ কার্ড পাওয়া সফরকারি ফুটবলার পাওয়েল ওয়াজলেক আবারো ফাউল করলে রেফারি তাকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে বের করে দেন।

আর নয় জনের দলে পরিণত হওয়া দলটির বিপক্ষে আরো চওড়া হয়ে খেলতে থাকে রবার্ত ম্যানচিনির শিষ্যরা। সেই সুবাদে খেলার নির্ধরিত সময়ের তিন মিনিট আগে দলের লিড দ্বিগুন করেন ইকার্দি।

খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে ইতালিয়ান জায়ান্টরা।

বাংলাদেশ সময়: ১১৫৩ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।