ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিশ্ব তারকাদের টপকানোর সুযোগ মেসি-রোনালদোর

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৭ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০১৫
বিশ্ব তারকাদের টপকানোর সুযোগ মেসি-রোনালদোর

ঢাকা: সাফল্য আর পুরস্কার যেন পিছু ছাড়ছে না পর্তুগিজ অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদোকে। সদ্যই ফিফা ব্যালন ডি অর জয়ী রোনালদো এবারে মনোনীত হয়েছেন ২০১৪ সালের বর্ষসেরা লরেস পুরস্কারের জন্য।

তার সাথে মনোনীত হয়েছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর লিওনেল মেসি।

তবে, মেসিকে টপকে রোনালদোর দিকেই বেশি নজর থাকছে লরেস ২০১৪ বর্ষসেরা খেলোয়াড় নির্বাচনে।

এ তালিকায় আরো রয়েছেন ফরমুলা ওয়ানের লুইস হ্যামিলটন, গলফার রোরি ম্যাকলোরি, পোল ভলটার রিনাউড লাভিলেইন, টেবিল টেনিসের তারকা ঝ্যাং জ্যাকি, রাগবির জনি উইলকিনসন, জিমন্যাসটিক থেকে কোহি উচিমুরা, সাঁতার তারকা চাদ লি ক্লস, বক্সিং থেকে ফ্লয়েড ও প্যাককুইয়াও, বাস্কেটবল তারকা কেভিন দুরান্ট আর সাইক্লিং থেকে ভিনসেনজো।

তবে, এতো তারকার মাঝে থেকে রিয়াল তারকা রোনালদো কিংবা বার্সেলোনার তারকা মেসি যদি এ পুরস্কারটি জিতে যান, তবে তা হবে ফুটবলারদের মাঝে এই প্রথমবার।

রোনালদো এ পুরস্কার জিতে গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। কারণ গত বছর তিনি রিয়ালকে জিতিয়েছিলেন চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা, ক্লাব বিশ্বকাপ, উয়েফা সুপার কাপ, কোপা দেল রে’র শিরোপা। ব্যক্তিগত ভাবে ফিফার বর্ষসেরা পুরস্কার তো রয়েছেই।

এদিকে, মেসির এ পুরস্কার জয়ের সমূহ সম্ভাবনা রয়েছে। গত বছর ব্রাজিল বিশ্বকাপে তিনি আর্জেন্টিনাকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তুলেছিলেন। বিশ্বকাপে অসাধারণ পারফর্ম করায় জিতেছিলেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়ের পুরস্কার। এছাড়া স্প্যানিস লিগের সর্বোচ্চ গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছেন মেসি।

আগামী ১৫ মার্চ সাংহাইয়ে অনুষ্ঠিত এক গালা অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হবে।

বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ২২ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।