ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সহজ জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের সহজ জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ওয়ার্ল্ড হকি লিগের দ্বিতীয় রাউন্ডের ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে মাঠে নেমেছিল সিঙ্গাপুর। ওয়ার্ল্ড হকি লিগ রাউন্ড টু'য়ের ৫ম-৮ম স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিক সিঙ্গাপুরকে সহজেই হারিয়েছে বাংলাদেশ হকি দল।

লাল-সবুজদের হয়ে গোল করেন ফরহাদ শেতুল, জুবায়ের হাসান আর মাইনুল ইসলাম।

কোয়ার্টার ফাইনালে ট্রাইব্রেক নামক ভাগ্য পরীক্ষায় ওমানের বিপক্ষে হারা জিমি-চয়নরা এ ম্যাচে ঘুরে দাঁড়িয়েছে। তবে, এ জয়ের ফলে ২৫ জানুয়ারি ইউক্রেনের বিপক্ষে ৫ম-৬ষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে কৃষ্ণ-জিমিরা।

ম্যাচে ১৩তম মিনিটে শেতুলের গোলে লিড নেয় বাংলাদেশ। ফিল্ড গোলে শেতুল এগিয়ে দেয় লাল-সবুজদের। খেলার ২৯ মিনিটের মাথায় লিড দ্বিগুন করে জিমিরা। ফিল্ড গোল করে ম্যাচের ব্যবধান বাড়ায় জুবায়ের।

এর ৫ মিনিট পরেই আবারো সিঙ্গাপুরের জালে গোল দেয় বাংলাদেশ। এবারে গোল করেন মাইনুল। মাইনুলের ফিল্ড গোলে ম্যাচের ফল দাঁড়ায় ৩-০। তবে, খেলার বাকি সময়ে আর কোনো গোল না হলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী জাপানের কাছে ৫-১ গোলে পরাজয় বরণ করা বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোকে ৬-১ গোলে হারিয়ে ঘুরে দাঁড়ায়। পুল ‘বি’তে নিজেদের শেষ ম্যাচে পোল্যান্ডের বিপক্ষে ৫-০ গোলে হারে বাংলাদেশ হকি দল।

উল্লেখ্য, ওয়ার্ল্ড হকি লীগের প্রথম রাউন্ডে চ্যাম্পিয়ন হয়েছিল স্বাগতিক বাংলাদেশ। তবে, এ আসরে কখনোই দ্বিতীয় পর্বের গণ্ডি পেরুতে পারেনি লাল-সবুজরা।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।