ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

গ্রেনেড হামলায় তিন ফুটবল সমর্থকের মৃত্যু

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫০ ঘণ্টা, জানুয়ারি ২৩, ২০১৫
গ্রেনেড হামলায় তিন ফুটবল সমর্থকের মৃত্যু ছবি: সংগৃহীত

ঢাকা: ফুটবল খেলা দেখতে গিয়ে গ্রেনেড হামলায় তিনজন ফুটবল সমর্থক মারা গিয়েছেন। এ ঘটনা ঘটেছে গিনির রাজধানী কোনাকরেতে।

এ দিন আফ্রিকা কাপ অব নেশনের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়। মাঠের বাইরেই এ ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানায়।

গিনির পুলিশ কর্মকর্তারা তিনজন ফুটবল সমর্থকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তারা জানিয়েছে, তিনজন ঘটনাস্থলেই মারা গেলে অপর একজনের অবস্থা এখনো আশঙ্কাজনক।

উদ্বোধনী এ ম্যাচে স্বাগতিক গিনি মুখোমুখি হয়েছিল আইভোরি কোস্টের বিপক্ষে। ম্যাচে ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল। তবে, খেলা শুরুর আগে এ ঘটনা ঘটলেও ফুটবলাররা তা জেনেছেন আরও পরে।

এ প্রসঙ্গে গিনির অধিনায়ক কামিল জায়াত্তে বলেন, আমরা ম্যাচ শেষে এ দুঃসংবাদ শুনেছি। এটা খুবই ভয়াবহ একটি ঘটনা, যা প্রত্যাশিত নয়।

বাংলাদেশ সময়: ২০৫০ ঘণ্টা, ২৩ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।