ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জমে উঠেছে ‘ডি’ গ্রুপের খেলা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৫ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
জমে উঠেছে ‘ডি’ গ্রুপের খেলা ছবি : সংগৃহীত

ঢাকা: আফ্রিকা কাপ অব ন্যাশনের গ্রুপ ‘ডি’তে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। চার দলের কোনো দলই জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি।

আইভোরি কোস্ট ১-১ গোলে ড্র করেছে মালির বিপক্ষে। আর দিনের অপর ম্যাচে গিনির বিপক্ষে একই ফল নিয়ে মাঠ ছেড়েছে ক্যামেরুন।

ম্যানচেস্টার সিটির তারকা ফুটবলার ইয়াইয়া তোরের আইভোরি কোস্ট গ্রুপ পর্বের ম্যাচে মালির বিপক্ষে মাঠে নেমেছিল। ম্যাচের সপ্তম মিনিটেই পিছিয়ে পড়ে তোরের দল। মালিকে লিড এনে দেয়া গোলটি করেন বাকারি সাকো।

তবে, প্রথমার্ধে গোল শোধ দিতে না পারলেও ম্যাচের শেষ দিকে ৮৭ মিনিটের মাথায় সমতায় ফেরে আইভোরি কোস্ট। দলকে সমতায় ফেরাতে গোল করেন আলাইন গ্রাদেল। আর গোল করতে তাকে সহায়তা করেন সার্জি আরুয়ের।

এদিকে, অপর ম্যাচে ১৩ মিনিটের মাথায় ক্যামেরুন গোল করে এগিয়ে যায়। গিনির বিপক্ষে ক্যামেরুনের হয়ে গোল করেন মুকানজো। ৪২তম মিনিটে গিনিকে ম্যাচে ফেরান ইব্রাহিমি ত্রাউরে। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হলে ১-১ সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

‘ডি’ গ্রুপের এ ম্যাচ দুটির পরে পয়েন্ট টেবিলের কোনো হেরফের হয়নি। চারটি দলই দুটি করে ম্যাচ খেলে সমান দুই পয়েন্ট অর্জন করেছে। কোনো দলই গোল ব্যবধানেও এগিয়ে নেই। ফলে, জমে উঠেছে ‘ডি’ গ্রুপে থাকা দলগুলোর পরের রাউন্ডে যাওয়ার খেলা।

বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।