ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাঁচজনকে বাদ দিয়ে জাতীয় ফুটবল দল ঘোষণা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
পাঁচজনকে বাদ দিয়ে জাতীয় ফুটবল দল ঘোষণা! ছবি : সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য স্বাগতিক বাংলাদেশ জাতীয় ফুটবল দলের চূড়ান্ত দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। দলে আছেন ২৩ ফুটবলার।



রোববার সাভারের বিকেএসপিতে অনুষ্ঠিত জাতীয় দল বনাম শেখ জামাল ধানমন্ডি ক্লাব লিমিটেড অনুশীলন ম্যাচের পরই খেলোয়াড়দের পারফরমেন্স দেখে দল চূড়ান্ত করেন জাতীয় দলের ডাচ কোচ লোডভিক ডি ক্রুইফ। বাদ পড়েছেন পাঁচ ফুটবলার।

বাদ পড়া ফুটবলাররা হলেন- ডিফেন্ডার আরিফুল ইসলাম (ঢাকা মোহামেডান), মোহাম্মদ লিংকন (শেখ জামাল ধানমন্ডি), মিডফিল্ডার আতিকুর রহমান ফাহাদ (চট্টগ্রাম আবাহনী), রুবেল মিয়া (শেখ জামাল ধানমন্ডি) এবং স্ট্রাইকার আমিনুল ইসলাম সজীব (টিম বিজেএমসি)।

এদিকে বঙ্গবন্ধু কাপের উদ্বোধনী ম্যাচে অংশ নিতে আজ সিলেট রওনা হচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল।  

টিকে গেছেন পরবর্তীতে ডাক পাওয়া আবাহনীর আবদুল বাতেন কোমল আর শাহেদুল আলম। বিকেএসপিতে প্রস্তুতি ম্যাচে আবাহনীর কাছে জাতীয় দল যে ম্যাচে হারে, সে ম্যাচে আবাহনীর হয়ে ভাল খেলে ক্যাম্পে ডাক পান কোমল-শাহেদ। রোববার চূড়ান্ত স্কোয়াডেও ঠাঁই পান তারা।

উল্লেখ্য, গত মৌসুমে দুর্দান্ত খেললেও রহস্যজনক কারণে ইনচন এশিয়ান গেমসের চূড়ান্ত স্কোয়াডে স্থান পাননি শাহেদ। ডাক পাননি বঙ্গবন্ধু গোল্ডকাপের ২৬ জনের দলেও। উপেক্ষার জবাব দেন জাতীয় দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে দুর্দান্ত খেলে। কোমলকেও উপেক্ষা করা হয়েছিল। কদিন আগে মুক্তিযোদ্ধার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন তিনি। ২০১১ সালে সর্বশেষ এএফসি চ্যালেঞ্জ কাপে নর্দান মারিয়ানা আইল্যান্ডের বিপক্ষে লাল-সবুজ জার্সি গায়ে খেলেন কোমল।

বাংলাদেশ জাতীয় দলের চুড়ান্ত স্কোয়াডঃ মাজহারুল ইসলাম, রায়হান হাসান, নাসির উদ্দিন চৌধুরী, ইয়াসিন খান, ইয়ামিন আহমেদ চৌধুরী মুন্না, মোনায়েম খান রাজু, মামুনুল ইসলাম, সোহেল রানা, তকলিস আহমেদ, শাখাওয়াত হোসেন রনি, জামাল ভূঁইয়া, শহীদুল আলম, আতিকুর রহমান মিশু, নাসিরুল ইসলাম, জাহিদ হোসেন, তপু বর্মণ, ওয়াহেদ আহমেদ, জাহিদ হাসান এমিলি, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, রাসেল মাহমুদ লিটন, মিঠুন চৌধুরী, আবদুল বাতেন কোমল এবং শাহেদুল আলম।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, ২৫ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।