ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সিলেটে টিকেট বিক্রির ধুম!

আব্দুল্লাহ আল নোমান, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৬ ঘণ্টা, জানুয়ারি ২৫, ২০১৫
সিলেটে টিকেট বিক্রির ধুম! ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ভেন্যু সিলেটে টিকেট বিক্রি শুরু হয়েছে রোববার থেকে। বিকেল চারটা থেকে সিলেট জেলা স্টেডিয়ামের টিকিট কাউন্টারে পাওয়া যাচ্ছে গ্রুপ পর্বের উন্মুক্ত গ্যালারির টিকেট, যার মূল্য ৫০ টাকা।



তবে ভিআইপি ৮০ টাকা মূল্যমানের টিকিট এবি ব্যাংকের সংশ্লিষ্ট শাখা থেকেই বিক্রি করা হবে বলে জানিয়েছেন দায়িত্ব প্রাপ্ত কর্তারা।

রোববার সিলেট জেলা স্টেডিয়াম টিকিট কাউন্টারে গিয়ে দেখা যায়, হরতাল থাকার পরেও বিচ্ছিন্নভাবে দর্শকরা আসছেন টিকিট কিনতে। তবে টিকিটের জন্য দীর্ঘ লাইন না থাকায় মুহুর্তেই হাতে পেয়ে যাচ্ছেন টিকিটটি। তাই হাসি মনেই বাড়ি ফিরছেন ক্রীড়া প্রেমীরা।

টিকেট বিক্রির সাথে সংশ্লিষ্টরা জানিয়েছেন, সন্ধ্যা পর্যন্ত কাউন্টার থেকে ২ হাজারের মতো টিকিট বিক্রি হয়েছে। একজন ব্যক্তি সর্বোচ্চ চারটি টিকিটের বেশি কিনতে পারছেন না।

এদিকে কাউন্টার থেকে উদ্বোধনী দিনের টিকিট পাচ্ছেন না বলে বাংলানিউজের কাছে অভিযোগ করেছেন উপস্থিত দর্শকরা। তারা জানান, উদ্বোধনী দিনের টিকিট চাইলে কাউন্টার থেকে তাদের বলা হচ্ছে ওই দিনের টিকিট শেষ।

এ ব্যাপারে জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক টিকিট বিক্রিতে দায়িত্বরত একজন বাংলানিউজকে জানান, ‘ব্যাংক থেকে তাদের সীমিত টিকিট দেওয়া হয়েছে। তাই প্রথম দিকেই উদ্বোধনী দিনের সব টিকিট শেষ হয়ে গেছে। ’

তবে এবি ব্যাংকের শাখা থেকে টিকিট পাওয়া যাবে বলে জানান তিনি।
 
এ বিষয়ে জানতে চাইলে সিলেট জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম জানান, ‘টিকেট পর্যাপ্ত আছে, কিন্তু অনেকেই একাধিক টিকেট চাইছেন। হয়তো তাই তাদের দেয়া হচ্ছে না। তবে এখনও আমাদের হাতে অনেক টিকেট রয়েছে। ’  

টিকিট বিক্রির প্রথম দিনে তেমন ভীড় না থাকলেও সোমবার থেকে টিকিটের জন্য দীর্ঘ লাইন থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সোমবার দুপুর থেকে একই স্থানে টিকিট বিক্রি করা হবে।

এদিকে উদ্বোধনী ভেন্যুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। শুধুমাত্র বাকি রয়েছে ফ্লাডলাইট লাগানোর কাজ। দুই-এক দিনের মধ্যে সেগুলোও লাগানো হয়ে যাবে বলে বাংলানিউজকে জানিয়েছেন সিলেট জেলা ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি মাহিউদ্দিন সেলিম।

সিলেটে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচে দর্শক মাঠে ঢুকে পড়েছিল। সে ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, সে জন্য প্রতি ম্যাচে সর্বাধিক ১৫ হাজার টিকেট বিক্রি করা হবে। স্থানীয় আয়োজকদের সেভাবেই নির্দেশনা দেয়া হয়েছে। সিলেটে টিকেট জাল হতে পারে এমন আশঙ্কা করছেন বাফুফে কর্মকর্তারা।

এ সম্পর্কে সিকিউরিটি কমিটির আহবায়ক শেখ মোঃ মারুফ হাসান জানিয়েছেন, টিকেট এমনভাবে ছাপানো হচ্ছে যাতে জাল টিকেট সহজেই ধরা যায়।

বাংলাদেশ সময়: ২০৪৭ ঘন্টা, জানুয়ারি ২৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।