ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ইরাককে হারিয়ে ফাইনালে দ. কোরিয়া

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫
ইরাককে হারিয়ে ফাইনালে দ. কোরিয়া ছবি : সংগৃহীত

ঢাকা: ইরাককে ২-০ গোলে হারিয়ে ১৯৮৮ সালের পর প্রথমবারের মত এশিয়ান কাপের ফাইনালে উঠলো দক্ষিন কোরিয়া। পূর্ব এশিয়ার দলটির হয়ে গোল দুটি করেন লি জাং-হায়েব ও কিম ইয়ং-গোন।



সিডনীর এএনজে স্টেডিয়ামে খেলার প্রথম থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে উলি স্টেলিকের শিষ্যরা। আর সেই সুবাদে খেলার ২০ মিনিটেই দলের হয়ে লিড নেন লি। এ আসরে এটি তার দ্বিতীয় গোল।

আর খেলার দ্বিতীয়ার্ধের ৫০ মিনিটে ইরাকের গোলকিপার জালাল হাসান হাশেমিকে ফাঁকি দিয়ে দলের লিড দ্বিগুন করেন কিম। তবে কোরিয়া আরো দুটি নিশ্চিত গোল করতে পারত। যদি না হাশেমি কি সুং-ইয়ং ও সন হিউং-মিনের শট ঠেকাতেন।

ইরাক ছোট ছোট কয়েকটি আক্রমণ করলেও তা থেকে কোন গোলের দেখা পায়নি। তবে ইউনুস মাহমুদ দলের হয়ে সবচেয়ে সহজ সুযোগটি নষ্ট করেন। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে কোরিয়া।

এদিকে কোরিয়ার কাছে এ ম্যাচটি অনেকটা প্রতিশোধের ম্যাচও ছিল। কারণ ২০০৭ এশিয়ান কাপে দলটি ইরাকের কাছে সেমি-ফাইনালে পেনাল্টিতে হেরেছিল। আর আগামী রোববারের ফাইনালে কোরিয়াকে অপেক্ষা করতে হবে কারা খেলছে তাদের সঙ্গে স্বাগতিক অস্ট্রেলিয়া নাকি সংযুক্ত আরব আমিরাত।

বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, জানুয়ারি ২৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।