ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কোয়ার্টারে তিউনিসিয়া, ডিআর কঙ্গো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১৭ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০১৫
কোয়ার্টারে তিউনিসিয়া, ডিআর কঙ্গো সংগৃহীত

ঢাকা: আফ্রিকান কাপ অফ নেশনসের ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে ১-১ গোলে ড্র করেছে তিউনিসিয়া ও ডেমোক্রেটিক রিপাবলিক অফ দ্য কঙ্গো (ডিআর কঙ্গো)। ড্র করা সত্ত্বেও দু’দলই কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে।

একই গ্রুপের অন্য ম্যাচে গোলশূণ্য ড্র করায় বাদ পড়েছে জাম্বিয়া ও কেপ বারদি আইসল্যান্ডস।

প্রথমার্ধের ৩১ মিনিটে ইয়াসিন চিকাউলির অ্যাসিস্ট থেকে তিউনিসিয়াকে লিড এনে দেন স্ট্রাইকার আহমেদ আকাইচি। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় স্বাগতিক ডিআর কঙ্গো।

ম্যাচে ফিরতে দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আপ্রাণ চেষ্টা চালিয়ে যায় ডিআর কঙ্গো। ৬৬ মিনিটে এম্বোকানি বেজুয়ার অ্যাসিস্টে স্বাগতিকদের সমতায় ফেরান বদলি হিসেবে মাঠে নামা স্ট্রাইকার লোটিটেকা বোকিলা। এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি। তাই শেষ পর্যন্ত দু’দলই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে।

উল্লেখ্য, আগামী ৩১ জানুয়ারি দু’টি কোয়ার্টার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথমটিতে কঙ্গোর মুখোমুখি হবে ডিআর কঙ্গো। অপর ম্যাচে তিউনিসিয়ার প্রতিপক্ষ ইকুয়াটোরিয়াল গিনি।

বাংলাদেশ সময়: ১১১৮ ঘন্টা, জানুয়ারি ২৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।