ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাজে মন্তব্য করায় মরিনহোর জরিমানা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫
বাজে মন্তব্য করায় মরিনহোর জরিমানা হোসে মরিনহো

ঢাকা: ম্যাচের কুখ্যাতি ছড়ানোর জন্য চেলসি কোচ হোসে মরিনহোকে ৩৩ হাজার ইউরো জরিমানা করেছে ফুটবল অ্যাসোসিয়েশন(এফএ)। গত ২৮ ডিসেম্বর সাউদাম্পটনের বিপক্ষে ১-১ গোলে চেলসি ড্র করার পর বাজে মন্তব্য করেছিলেন এ পর্তুগিজ।



সে ম্যাচে দলের মিডফিল্ডার সেস ফেব্রেগাস ভান করায় পর মরিনহো জানিয়েছিলেন, ম্যাচে তাদের বিপক্ষে অসংগতি করা হয়েছে। এফএ এক বিবৃতির মাধ্যমে জরিমানার ব্যাপারটি নিশ্চিত করেছে। যদিও ব্লুজ কোচ ব্যাপারটি অস্বিকার করেছেন।

এফএ‘র অফিসিয়াল ওয়েব সাইটে বলা হয়েছে, ‘ এফএ’র আইন ইথ্রী অনুযায়ী মরিনহোর দোষ খুজে পাওয়া গেছে। আর এর জন্য আমরা তার জরিমানা করেছি। ’

এ মৌসুমে যতবারই চেলসি ম্যাচে হোচট খাচ্ছে মরিনহো ততবারই কোন না কোন ত্রুটি বের করে আসছিল।

বাংলাদেশ সময়: ২০২৬ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।