ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বঙ্গবন্ধু গোল্ড কাপ

উদ্বোধনী ম্যাচে জয় চায় দু’দলই

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০২ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
উদ্বোধনী ম্যাচে জয় চায় দু’দলই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট: সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হচ্ছে মালয়েশিয়া অনুর্ধ্ব-২৩ দল।

এই টুর্নামেন্টের প্রথম ম্যাচে জয় তুলে নিতে মরিয়া উভয় দলই।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে নগরীর রোজভিউ হোটেলে আয়োজিত প্রি-ম্যাচ প্রেস কনফারেন্সে উভয় দলের কোচ, টিম ম্যানাজার ও দলীয় অধিনায়করা উদ্বোধনী খেলা নিয়ে তাদের পরিকল্পনার কথা সাংবাদিকদের সামনে তুলে ধরেন। এ সময় তারা এমন আশাবাদ ব্যক্ত করেন।

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু বলেন, গত বছরে তাদের কঠোর অনুশীলন করানো হয়েছে। খেলার স্টাইল নিয়ে কাজ করা হয়েছে। প্রধান কোচের নির্দেশনা অনুসারে প্রথম ম্যাচে সেই সব স্টাইলের পারফর্ম দেখা যাবে।

দলের খেলোয়াড়দের ফিটনেস ঠিক থাকায় তারা মানসিকভাবেও প্রস্তুত আছে। মালয়েশিয়ার বিপক্ষে ভালো খেলা উপহার দেবেন তারা। ফলে জয়ের ব্যাপারে আমরা আশাবাদী, বলেন সরহকারী কোচ।

বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল বলেন, টিমের সব খেলোয়াড়ই ভালো ফল পাওয়ার জন্য বেস্ট ফুটবল খেলার চেষ্টা করবে। ফিজিক্যালি স্ট্রং থাকায় আমরা জয়ের ব্যাপারে আশাবাদী রয়েছি।

এদিকে প্রেস কনফারেন্সে মালয়েশিয়া দলের কোচ মোহাম্মদ রাজি বিন ইসমাইল তাদের দলের পরিকল্পনার কথা তুলে ধরেন। তিনি বলেন, ‘ম্যাচ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবো। পরিকল্পনা সেরকমই করা আছে। ’

প্রথম ম্যাচে স্বাগতিকদের ‘ফেভারিট’ উল্লেখ করে রাজি বিন ইসমাইল জানান, ‘স্বাগতিকরাই ফেভারিট অবস্থানে রয়েছে। তারপরও কো নো ছাড় দিতে রাজি নই আমরা। জয়ের জন্য ছেলেরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাবে। ’

সামনে এএফসি অনুর্ধ্ব-২৩ টুর্নামেন্টের প্রস্তুতির জন্য এই টুর্নামেন্টটি মালয়েশিয়ার পক্ষে খুবই সহায়ক হবে বলে সংবাদ সম্মেলনে জানান অধিনায়ক নাজিরুল।

‘আগামী এএফসি অনুর্ধ্ব-২৩ টুর্নামেন্ট উপলক্ষে আমাদের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। দলের আত্মবিশ্বাসও অত্যন্ত ভাল অবস্থানে। এরকম একটা আন্তর্জাতিক টুর্নামেন্ট আমাদের প্রস্তুতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ’

পৃথক প্রেস কনফারেন্সে বাংলাদেশ দলের সহকারী কোচ সাইফুল বারী টিটু ছাড়াও দলের ম্যানেজার আমিরুল ইসলাম বাবু ও অধিনায়ক মামুনুল এবং মালয়েশিয়া দলের কোচ মোহাম্মদ রাজি বিন ইসমাইল ছাড়াও দলের ম্যানেজার সেন্টি কুমার ও অধিনায়ক নাজিরুল সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।

বাংলাদেশ, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড-এই ছয় দল নিয়ে হবে এবারের গোল্ডকাপের আসর। ‘এ’ গ্রুপে আছে বাংলাদেশ, মালয়েশিয়া ও শ্রীলঙ্কা। ‘বি’ গ্রুপে রয়েছে বাহরাইন, সিঙ্গাপুর ও থাইল্যান্ড।

** সিঙ্গপুরদল সিলেটে, আসছে থাইল্যান্ড দল

বাংলাদেশ সময়: ০০০৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।