ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পানির ট্যাংকির উপর ওরা ৫ জন

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০৫ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০১৫
পানির ট্যাংকির উপর ওরা ৫ জন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সিলেট থেকে: বিকেল ৪.৫০ মিনিটেও সিলেট জেলা স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ন হয়নি। কিন্তু বাকি ১৫ মিনিটে ঢলের পানির মত মানুষ প্রবেশ করে মাঠে।

জাতীয় সংগীত চলাকালীন সময়ে পুরো গ্যালারিতে দখল নেয় দর্শকরা। কোথায় নেই মানুষ!

পুরো গ্যালারি জুড়েই দর্শক, মাঠের পাশে গাছেও দর্শক। আশে পাশের সকল বাড়ির ছাদেও দর্শক। এমনকি বেশ ঝুঁকিপূর্ন অবস্থা সত্বেও একটি পানির ট্যাংকির উপরে অবস্থান নিয়ে খেলা দেখেছেন ৫ জন দর্শক।

উল্লেখ্য, গত আগস্টে বাংলাদেশ-নেপাল ম্যাচে স্টেডিয়ামের গেট ভেঙ্গে মাঠে প্রবেশ করে মানুষ।  

ফুটবলের প্রতি সিলেটবাসী তাদের উন্মাদনার নিদর্শন আগেই প্রদর্শন করেছেন। এবার দ্বিতীয়বার প্রমাণ করলেন ফুটবলের প্রতি তাদের ভালোবাসা।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ২৯ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।