ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ডি মারিয়ার ভরসার নাম আর্জেন্টাইন রোহো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০১৫
ডি মারিয়ার ভরসার নাম আর্জেন্টাইন রোহো ছবি: সংগৃহীত

ঢাকা: ম্যানচেস্টার ইউনাইটেড এবারের মৌসুমে শুরুর দিকে খেই হারিয়ে ফেললেও বর্তমানে পয়েন্ট টেবিলের চার নম্বর অবস্থানটি ধরে রেখেছে। ইংলিশ এ জায়ান্ট দলের হয়ে খেলে থাকেন আর্জেন্টাইন দুই ফুটবল তারকা মার্কোস রোহো আর অ্যাঞ্জেল ডি মারিয়া।

তবে, দলের হয়ে এখনো সেভাবে জ্বলে উঠতে দেখা যায়নি এ দুই তারকাকে।

ইংলিশ প্রিমিয়ারে চার নম্বরে থাকলেও ডি মারিয়া জানালেন, দলের চোখ রয়েছে পরবর্তী ম্যাচগুলোতে। এ শিরোপা জিততে তিনি নিজের থেকেও এগিয়ে রাখছেন রোহোকে। তার মতে, রোহো তার সেরাটা দিয়ে খেলতে পারবে। আর এ জন্য নিজের বানিয়ে রাখা টোটকা ধার দিলেন রোহোকে।

এ মৌসুমে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে ম্যানইউতে যোগ দিয়েছেন ডি মারিয়া। আর লুইস ফন গালের শিষ্য হিসেবে চলতি মৌসুমেই স্পোর্টিং সিপি থেকে ম্যানইউতে নাম লিখিয়েছেন রোহো। রিয়ালের হয়ে ১২৪ ম্যাচ খেলা ডি মারিয়া ম্যানইউয়ের হয়ে খেলেছেন ১৪ ম্যাচ। যেখানে রোহোর ম্যাচ সংখ্যা ১১টি।

২৬ বছর বয়সী আর্জেন্টিনার হয়ে ৫৭ ম্যাচ খেলা ডি মারিয়া স্বদেশী রোহো প্রসঙ্গে বলেন, মাঠের বাইরে রোহো খুব শান্ত শিষ্ট মানুষ। সে আমার খুব ভালো বন্ধু, একজন পরিবারের সদস্যের মতোই। তবে, মাঠে সে খুবই আক্রমণাত্মক। বল পায়ে ক্ষীপ্র গতিতে সে সামনে ছুটে যায়। সত্যি সে শক্তিশালী একজন ফুটবলার।

আর্জেন্টিনার হয়ে ২৯ ম্যাচ খেলা ২৪ বছর বয়সী রোহো প্রসঙ্গে ডি মারিয়া আরও যোগ করেন, নিজের পছন্দ মতো জায়গা থেকে রোহো দারুণসব ফ্রি-কিক নিতে পারে। হেড করার ক্ষেত্রে তার তুলনা হয়না। আর্জেন্টিনা জাতীয় দলে তাকে যখন প্রথম দেখি, তখনকার মতোই এখনো সে পেশাদারী ফুটবল খেলে যাচ্ছে। আমি মনে করি তার মতো ফুটবলার আমাদের ক্লাবের জন্য বড় সম্পদ।

ইংলিশ প্রিমিয়ারের পয়েন্ট টেবিলে চার নম্বরে থাকা ফন গালের শিষ্যরা এখন পর্যন্ত সংগ্রহ করেছে ৪০ পয়েন্ট। ২২ ম্যাচ খেলে ১১টি জয় আর ৪টি পরাজয়ের পাশাপাশি তারা ৭টি ম্যাচে ড্র করেছে।

বাংলাদেশ সময়: ০০৪৯ ঘণ্টা, ৩১ জানুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।