ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রিয়াল ছাড়বেন রোনালদো, তবে...

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
রিয়াল ছাড়বেন রোনালদো, তবে... ক্রিস্টিয়ানো রোনালদো

ঢাকা: রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে কোনো ক্লাবের কিনতে হলে অন্তত ৩০০ মিলিয়ন ইউরো খরচ করতে হবে। এমনটি জানিয়েছেন রোনালদোর এজেন্ট জর্জ মেন্ডেস।

তিনি জানান, রিয়াল যদি সিআর সেভেনকে বিক্রি করে তবে ৩’শ মিলিয়নের নিচে ছাড়বে না।

পর্তুগিজ অধিনায়ক কিছুদিন আগে ফিফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর জিতেছেন। রোনালদো এখন পর্যন্ত লিগের সর্বোচ্চ গোলদাতা।

মেন্ডেস মনে করেন, কোনো ক্লাব যদি রোনালদোকে কিনতে চায় তাহলে অন্তত এক বিলিয়ন ইউরো খরচ করতে হবে। তিনি আরো মনে করেন, দলের অন্য তারকা গ্যারেথ বেল রেকর্ড ১০০ মিলিয়ন ইউরোর বিনিময়ে গ্যালাকটিকোতে যোগ দিলেও ২৯ বছরের রোনালদোর মূল্যায়ন অনেক বেশি।

মেন্ডেস আরও বলেন, ‘রোনালদো বর্তমানে বিশ্বের সবচেয়ে দামী ফুটবলার। কারণ সে বিশ্ব ফুটবলের সেরা খেলায়াড়। অন্য কোন ফুটবলারের সঙ্গে তার তুলনা চলে না। এক বিলিয়নে ছাড়পত্র অনেকটা অসম্ভব। তবে রিয়াল যদি তাকে ছাড়তে চায় তাহলে অনেকেই হয়ত রাজি হয়ে যাবে। ’

মেন্ডেস আরো যোগ করেন, ‘রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকদের ভালোবাসে। এ ব্যাপারে সে আমাকে জানিয়েছে। কারণ এখানে তার ক্যারিয়ারের অনেক সময় পার হয়েছে। তবে সে রিয়াল ছাড়বে না। ’

বর্তমান চুক্তি অনুযায়ী রোনালদো রিয়ালে ২০১৮ সাল পর্যন্ত থাকবেন।   

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।