ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

এক গোলে এগিয়ে থাইল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
এক গোলে এগিয়ে থাইল্যান্ড ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে থাইল্যান্ড-বাহরাইন। ম্যাচের ৩৫ মিনিটে থাই মিডফিল্ডার সিনাওয়াং এর গোলে ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায় থাইল্যান্ড।



শুরু থেকে ম্যাচে কোনো উত্তাপ ছিলনা। দুই দলের একটি সংঘবদ্ধ আক্রমণও আলোর মুখ দেখেনি। তবে ৩৫ মিনিটে চাওয়ার্ডের ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে গোল করেন সিনাওয়াং চায়াওয়াত। ফলে ১-০ গোলে এগিয়ে যায় থাইরা।

বাহরাইনের ফিফা র্যাঙ্কিং ১১০। পক্ষান্তরে থাইল্যান্ডের ১৪৪। বঙ্গবন্ধু গোল্ডকাপে উভয় দলই একটি করে ম্যাচ খেলে ফেলেছে। বাহরাইন তাদের প্রথম ম্যাচে ড্র করে সিঙ্গাপুরের সাথে আর থাইরা তাদের প্রথম ম্যাচে ৩-২ গোলে জয় পায় সিঙ্গাপুরের বিপক্ষে।

বাংলাদেশ সময়: ১৮১৮ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।