ঢাকা, শনিবার, ২৮ আষাঢ় ১৪৩২, ১২ জুলাই ২০২৫, ১৬ মহররম ১৪৪৭

খেলা

ডালগ্লিসের বিশ্বাস তোরেস লিভারপুলেই থাকছেন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৮, জুলাই ২৫, ২০১০
ডালগ্লিসের বিশ্বাস তোরেস লিভারপুলেই থাকছেন

লন্ডন: ফার্নান্দো তোরেস লিভারপুলে আর থাকছেন কিনা সেটা নিয়ে বাজারে যখন জোর গুজব চলছে তখন এই স্পেন তারকার দলে থেকে যাওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন  অলরেডদের সাবেক কোচ কেনি ডালগ্লিস।

চেলসিতে চলে যেতে পারেন তোরেস-গণমাধ্যমের এমন সংবাদ উড়িয়ে দিয়ে লিভারপুলের এই জীবন্ত কিংবদন্তী বলেন,‘‘যখন অধিনায়ক স্টিভেন জেরার্ড দলেই থেকে যাচ্ছেন এবং চেলসি থেকে জো কোল আসছেন তখন তোরেসও থেকে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

’’

যদিও ডালগ্লিসের ভাবনার ব্যাপারে খুব একটা ভরসা পাচেছন না বর্তমান কোচ রয় হজসন। তিনি জানিয়েছেন ব্যক্তিগতভাবে এই খেলোয়াড়কে প্রভাবিত করা ছাড়া তাঁর আর কিছুই করার নেই।

চ্যাম্পিয়ন লিগের বাছাই পর্বে লিভারপুলের ব্যর্থতায় হতাশ ২৬ বছর বয়সী এই স্পেন তারকা চেলসিতে পারি জমাতে পারেন সম্প্রতি গনমাধ্যমে এমন খবরই আসছে।

বাংলাদেশ সময়: ২০৫১ ঘন্টা, জুলাই ২৫, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।