ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০১৫
সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ড ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে 'বি' গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মাঠে নামে থাইল্যান্ড-বাহরাইন। তবে ফিফা র‍্যাংঙ্কিয়ে এগিয়ে থাকা বাইরাইনের যুবারা অনেকটাই বেদম ধোলাই খেল থাইল্যান্ডের যুবাদের কাছে।



৩-০ গোলে থাইদের কাছে পরাজিত হয়েছে বাহরাইন দলটি। 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার যোগ্যতা অর্জন করেছে তারা। ফলে ৬ ফেব্রুয়ারি গোল্ডকাপের দ্বিতীয় সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ থাইল্যান্ডের যুবারা।

শুরু  থেকে দুই দলের সংঘবদ্ধ আক্রমণ আলোর মুখ দেখেনি প্রথম ৩০ মিনিট। ৩৫ মিনিটে চাওয়ার্ডের ফ্রি কিক থেকে মাথা ছুঁইয়ে দেন থাই খেলোয়াড় সিনাওয়াং চায়াওয়াত কিন্তু শেষ পর্যন্ত দুর্ঘটনা বশত বলটি জালে ঠেলে দেয় বাহরাইনের আবুদুল্লাহ আলি। ফলে আত্মঘাতী গোলে এগিয়ে যায় থাইরা।

তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই আবারো এগিয়ে যায় থাইরা। পেনাল্টি গোল করে থাইদের এগিয়ে নেয় দলীয় অধিনায়ক পাকর্ন।

৫৬ মিনিটে ডি বক্সের বাইরে থেকে চোরা পাসকে কাজে লাগিয়ে গোল করেন থাই মিডফিল্ডার পিমকন জাতুরন। ফলে ৩-০ তে এগিয়ে যায় দলটি। এর পরপরই আরো দুইবার বাহরাইনের শিবিরে হামলা চালায় থাই যুবারা। কিন্তু গোলের মুখ দেখেনি দলটি।

নির্ধারিত সময় শেষে আর কোন গোল না হওয়ার ফলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে থাইল্যান্ড।

আর এই গ্রুপের অপর দল সিঙ্গাপুর অনেকটাই ভাগ্যবান। প্রথম ম্যাচে থাইদের কাছে পরাজিত দলটি নিজেদের দ্বিতীয় ম্যাচে ড্র করে গোল ব্যবধানে এগিয়ে থেকে মাত্র ১ পয়েন্ট নিয়ে সেমিফাইনাল নিশ্চিত করল।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ০৩ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।