ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নেইমার ইস্যুর নেপথ্যে রিয়াল!

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
নেইমার ইস্যুর নেপথ্যে রিয়াল! ছবি: সংগৃহীত

ঢাকা: বার্সায় নেইমারের আগমনের পর থেকেই কাতালান ক্লাবটির বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ উঠে। তবে, শুরু থেকেই এ ‍অভিযোগ অস্বীকার করে আসছে বার্সা।

উল্টো এর পিছনে রিয়াল মাদ্রিদের হাত রয়েছে বলে দাবি করেছেন বার্সা প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তোমেউ।

২০১৩ সালে ব্রাজিলিয়ান ক্লাব সান্তোস থেকে ৫৭.১ মিলিয়ন ইউরোর বিনিময়ে ন্যু ক্যাম্পে পাড়ি জমান নেইমার। যদিও পরবর্তীতে বলা হয় সব মিলিয়ে মোট ৮৬.২ মিলিয়ন ব্যয় হয়। এর পরেই বার্সার বিরুদ্ধে ২.৮ মিলিয়ন ইউরোর কর ফাঁকির অভিযোগ উঠে।

বার্তোমেউ এক সাক্ষাৎকারে বলেন, ‘নেইমারকে ঘিরে কি হচ্ছে তা আমার বোধগম্য নয়। আমরা তো কোনো ভুল করেনি। এক্ষেত্রে নিশ্চয়ই কোনো রাজনীতি হচ্ছে। নেইমারকে দলে আনতে বার্সা ছাড়াও রিয়ালের আগ্রহ ছিল। ’

বার্সা প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমি মনে করি বার্সার বিরুদ্ধে চলমান তদন্তের পিছনে রিয়ালের হাত রয়েছে। নেইমারকে তারা কিনতে পারেনি বলেই হয়তো এমনটি করছে। আমি বলছি না যে রিয়ালই সব করিয়েছে। তবে, নেইমারকে পেতে তারাও যথেষ্ট আগ্রহী ছিল। ’

উল্লেখ্য, নেইমারের ট্রান্সফার ইস্যুতে তদন্তের জের ধরে সান্দ্রো রোসেল বার্সা প্রেসিডেন্টের পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। এরপরই রোসেলের স্থলাভিষিক্ত হন ভাইস প্রেসিডেন্ট বার্তোমেউ। একই অভিযোগে অভিযুক্ত বর্তমান প্রেসিডেন্ট পদত্যাগ করবেন কিনা সেটাই এখন দেখার বিষয়।

বাংলাদেশ সময়: ১১৫১ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।