ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প

সাভার থেকে সংবাদদাতা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
শারীরিক প্রতিবন্ধীদের ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্প

সাভার (ঢাকা): আসন্ন (২০১৫) শারীরিক প্রতিবন্ধীদের বিভাগীয় ক্রিকেট প্রতযোগিতায় অংশ নিতে সাভারের পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) উদ্যোগে নিবিড় প্রশিক্ষণ চলছে।

দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ২২ জন খেলোয়াড় এতে অংশ নিয়েছেন।



সিআরপির প্রশিক্ষক সৈয়দ ইমদাদুল হক বাংলানিউজকে এ সব তথ্য জানান।

ইমদাদুল হক জানান, সাভার বাসস্ট্যান্ড সংলগ্ন রেডিও কলোনি মাঠে ২৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ প্রশিক্ষণে শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলের খেলোয়াড়রা নিয়মিত অনুশীলন করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোচ মো. রাশেদ ইকবালের তত্ত্বাবধানে তাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

শারীরিক প্রতিবন্ধীদের বিভাগীয় ক্রিকেট প্রতযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি বাংলাদেশে প্রথম জাতীয় শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দলে স্থান পাওয়াও তাদের লক্ষ্য বলে জানান তিনি।

সিআরপির এ প্রশিক্ষক জানান, শুক্রবার (৬ ফেব্রুয়ারি) শেষ হবে এ প্রশিক্ষণ কার্যক্রম। এরই মধ্যে তারা স্থানীয় ক্লাবগুলোর সঙ্গে খেলছেন। এছাড়া আগামী মার্চ মাসে বিভাগীয় ক্লাব ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের দলগুলোর সঙ্গে খেলার শিডিউল রয়েছে এই খেলোয়াড়দের। তাদের বিশ্বাস, বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে তারাও অনেক দূর এগিয়ে যাবেন।

শারীরিক প্রতিবন্ধী এ ক্রিকেট প্রশিক্ষণ ক্যাম্পে তাদের সঙ্গে রয়েছেন কোচ মোস্তাফিজুর রহমান, কোচ কাজী এমদাদুল হক ফিজিও ও ব্যবস্থাপক হিসেবে পাপ্পু লাল মোদক।

সিআরপির প্রতিষ্ঠাতা ড. ভেলরি এ টেইলর বাংলানিউজকে জানান, শারীরিক প্রতিবন্ধীদের পুনর্বাসন ও সমাজের মূল স্রোতে একীভূত হওয়ার অন্যতম মাধ্যম হলো- খেলাধুলা। শারীরিক প্রতিবন্ধীদের সুযোগ দিলে তারাও দেশের জন্য সম্মান বয়ে আনবেন।

বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।