ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ফিগোর সামনে নতুন বাধা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৪, ২০১৫
ফিগোর সামনে নতুন বাধা লুইস ফিগো

ঢাকা: আসন্ন ফিফা প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করার কথা রয়েছে লুইস ফিগোর। তবে, এই পর্তুগিজ কিংবদন্তিকে প্রেসিডেন্ট পদে লড়ার আগে দু’বছরের ফুটবল প্রশাসনিক কাজের অভিজ্ঞতা দেখাতে হবে।



গত মাসের ২৮ তারিখে ফিফা প্রেসিডেন্ট পদে সেপ ব্ল্যাটারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বীতার ঘোষণা দিয়েছিলেন ফিগো। এরপর থেকেই অনেকেই তার পক্ষ নিয়েছেন। ইতোমধ্যেই পর্তুগাল, মন্টেনেগ্রো, মেসিডোনিয়া, লুক্সেমবার্গ, ডেনমার্ক ও পোল্যান্ড ফুটবল ফেডারেশনের সমর্থন পেয়েছেন ফিগো।

ফিফা প্রেসিডেন্ট পদে যারা লড়বেন তাদের ব্যাপারে আগামী সপ্তাহেই সকল আনুষ্ঠানিকতা শেষ করবে ফিফা সদস্যদের অ্যাসোসিয়েশন। এমতাবস্থায় ফিগোর কাছ থেকে ফুটবল প্রশাসনিক কাজে যুক্ত থাকার দু’বছরের অভিজ্ঞতার প্রমাণ চেয়েছে ফিফা।

ফিগো ‍তার ফুটবল ক্যারিয়ারে স্পোর্টিং লিসবন, বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও ইন্টার মিলানের হয়ে খেলেছেন। ২০০৯ সালের মে মাসে ফুটবল থেকে অবসর নিয়েছিলেন এই তারকা ফুটবলার। অবসরের পর থেকে তিনি ইন্টার মিলানের হয়ে কাজ করছেন।

উল্লেখ্য, সুইজারল্যান্ডের জুরিখে মে মাসের ২৯ তারিখে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। উক্ত নির্বাচনে ব্ল্যাটার ও ফিগো ছাড়াও প্রার্থী হিসেবে আছেন জর্ডানের প্রিন্স আলী বিন হুসেইন ও নেদারল্যান্ডসের ক্লাব আয়াক্সের সাবেক প্রেসিডেন্ট মাইকেল ফন প্রাগ। এই নির্বাচনে জয় পেলে টানা পাঁচবার ফিফা প্রেসিডেন্ট পদে নিযুক্ত হবেন ব্ল্যাটার।

বাংলাদে সময়: ১৬০৮ ঘন্টা, ফেব্রুয়ারি ০৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।