ঢাকা, বুধবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাংলাদেশ দলের ওরা বিপদজনক!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০১৫
বাংলাদেশ দলের ওরা বিপদজনক! ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বৃহস্পতিবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে বঙ্গবন্ধু গোল্ডকাপের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে থাইল্যান্ডের কোচকে জিজ্ঞেস করা হয়, বাংলাদেশ দলের কোন খেলোয়াড় আপনার চোখে ভালো?

এ প্রশ্নের উত্তর আসে, 'বাংলাদেশ দলের ৬,৮,১০,১১ (জামাল ভূইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ও সোহেল রানা) জার্সিধারীরা খুবই বিপদজনক খেলোয়াড়!'

থাইল্যান্ডের স্বল্পভাষী কোচ ফমরাত চকতাভি বাংলাদেশকে প্রতিপক্ষ হিসেবে বেশ সমীহের চোখে দেখছেন। তিনি বলেন,‘স্বাগতিকরা কঠিন প্রতিপক্ষ।

হ্যাঁ, এটিই বাস্তবতা। মাঠ, দর্শক সব বাংলাদেশের পক্ষে থাকবে। এতে বাড়তি সুবিধা পাবে তারা। তবে আমার দলের সব খেলোয়াড়রা সেমিফাইনাল খেলার জন্য প্রস্তুত আছে। ’

থাই অধিনায়ক পামপার্ক বলেন, ‘আমরা এই ম্যাচে জয় চাই। জয়ের জন্য দলের সবাই নিজেদের শতভাগ উজার করেই খেলবে। ’

এখন দেখার বিষয় স্বাগতিক বাংলাদেশ নাকি থাইল্যান্ড, কে হাসবে শেষ হাসি?

বাংলাদেশ সময়: ১৭৫৬ ঘণ্টা, ০৫ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।