ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

৮০ টাকার টিকিট যখন ২০০ টাকা!

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০১৫
৮০ টাকার টিকিট যখন ২০০ টাকা! ছবি: শোয়েব মিথুন/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে: বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের ধারণ ক্ষমতা ২২ হাজার ১০০। সেই অনুপাতেই টিকেট ছাড়া হয়েছে বাজারে।

কিন্তু ম্যাচের এক ঘন্টা আগেই সব টিকিট হাওয়া। কোথায় গেল সব টিকেট? এমনকি নির্ধারিত বুথগুলোতেও টিকিট নেই! সব টিকেট কালোবাজারিদের হাতে।

এখন আসুন জেনে নেই কালোবাজারে টিকিটের দাম। ৮০ টাকা গ্যালারি টিকিটের মূল্য ১৫০ থেকে ২০০ টাকা পর্যন্ত উঠেছে। আর ১০০ টাকার ভিআইপি টিকিটের মূল্য ১৫০ টাকা। কিন্তু ৩০০ টাকার নিচে কেউ গ্যালারি টিকিট কিনতে পারেননি।

অনেকেই গণমাধ্যম কর্মীদের কাছে নালিশ জানাতে এসেছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাফিস নোমান জানালেন, 'টিকিট কিনেছি ব্লাক থেকে। দামও বেশি নিল। গ্যালারির টিকিট ১৮০ টাকা রেখেছে আমার কাছে। '

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।