ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পাঁচ সপ্তাহ মাঠের বাইরে রামোস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
পাঁচ সপ্তাহ মাঠের বাইরে রামোস সার্জিও রামোস

ঢাকা: অবশেষে গুঞ্জনটাই সত্য হলো। বাম পায়ের হ্যামিস্ট্রং ইনজুরির কারণে স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোসকে পাঁচ সপ্তাহের জন্য রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে দেখা যাবে না।



লা লিগায় দু’দিন আগের ম্যাচে সেভিয়ার বিপক্ষে চোট পেয়ে নয় মিনিটের মাথায় মাঠ ত্যাগ করেছিলেন রামোস। তখনই তাকে নিয়ে শঙ্কার সৃষ্টি হয়েছিল। এরপর রিয়ালের মেডিকেল সার্ভিস হিসেবে স্থানীয় একটি হাসপাতালে তার কয়েক দফা টেস্ট করানো হয়। এরপরই রামোসের এক মাসের উপরে মাঠের বাইরে থাকার বিষয়টি নিশ্চিত হয়।

ইনজুরির কারণে রিয়ালের হয়ে বেশ কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকবেন রামোস। এর মধ্যে লা লিগায় আজ অ্যাতলেতিকো মাদ্রিদ এবং উয়েফা চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ম্যাচে শালকের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে এই সেন্টার ব্যাককে পাবে ‍না গ্যালাকটিকোরা।

রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি একটি প্রেস কনফারেন্সে বলেন, ‘রামোসের ইনজুরিটি মারাত্মক। তাকে অন্তত পাঁচ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে। তার জায়গায় নাচো ফার্নান্দেজ অথবা রাফায়েল ভারানকে খেলানো হবে। দু’জনই খুব উদ্দমী ফুটবলার। ’

উল্লেখ্য, এ মৌসুমে রিয়ালের হয়ে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ খেলেছেন রামোস। ডিফেন্স সামলানোর পাশাপাশি তিনি ছয়টি গোলও করেছেন।

বাংলাদেশ সময়: ১১৪৬ ঘন্টা, ফেব্রুয়ারি ০৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।