ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

রোনালদো দলের সেরা অস্ত্র

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০১৫
রোনালদো দলের সেরা অস্ত্র ছবি: সংগৃহীত

ঢাকা: লা লিগায় কর্দোভার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে আঘাত করায় রিয়াল মাদ্রিদ তারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে ম্যাচের দায়িত্বে থাকা রেফারি সরাসরি লাল কার্ড দেখান। ফলে, রোনালদোকে পরবর্তী দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়।



নিষেধাজ্ঞা কাটিয়ে ডার্বি ম্যাচে অ্যাতলেতিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে নামবেন রোনালদো। পর্তুগিজ এ উইঙ্গারের ক্লাব সতীর্থ গ্যারেথ বেল মনে করেন, রোনালদোকে মাঠে পেলে সেটি হবে রিয়ালের ‘বড় বোনাস’।

ওয়েলস তারকা বেল বলেন, অবশ্যই রোনালদো আমাদের দলের সেরা অস্ত্র। তাকে দলে ফিরে পাওয়াটা অবশ্যই বড় বোনাস। মাঠের অগ্রভাবে সে থাকলে ম্যাচ জয় আমাদের জন্য সহজ হয়ে যায়।

এদিকে রোনালদোকে ছাড়া দুই ম্যাচেই জয় পেয়েছে রিয়াল। রোনালদোকে ছাড়া মাঠে নেমে গত দুই ম্যাচে বেল গোল না পেলেও দলের জয় আটকে থাকেনি। গোল করেছেন ফ্রান্সের তারকা স্ট্রাইকার করিম বেনজেমা।

এ প্রসঙ্গে বেল বলেন, বেনজেমা অসাধারণ ফুটবল উপহার দিয়েছে। আমি আশা করছি, রোনালদো দলে ফিরলেও বেনজেমা প্রতিনিয়ত গোল করে যাবে। দলের প্রয়োজনের সময় সে দারুন খেলে থাকে।

বাংলাদেশ সময়: ১৬২০ ঘণ্টা, ০৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।