ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সমতায় বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
সমতায় বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বঙ্গবন্ধু গোল্ডকাপের স্বপ্নের ফাইনালে মালয়েশিয়ার বিপক্ষে মাঠে নেমে প্রধমার্ধ শেষে স্বাগতিক বাংলাদেশ দুই গোলে পিছিয়ে বিরতিতে যায়। তবে, বিরতিতে থেকে ফিরেই ব্যবধান কমায় বাংলাদেশ।

৪৯ মিনিটে এমিলি গোলটি করেন। ৫৩ মিনিটের মাথায় ইয়াসিনের হেডে গোল করে দলকে সমতায় ফেরান তিনি।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২-২ গোলে সমতায় লাল-সবুজরা।

এর আগে ম্যাচের প্রথম ২০ মিনিটে আক্রমণ, পাল্টা আক্রমণে খেলা গড়াতে থাকে। তবে, কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি কোনো দল। খেলার ৩০ মিনিটে গোল করে মালয়েশিয়া। ডি বক্সের বেশ বাইরে থেকে নেওয়া মালয় অধিনায়ক নাজিরুলের একটি জোড়ালো শটে গোলটি হয়।

এর দশ মিনিট পরে (ম্যাচের ৪০ মিনিট) বাংলাদেশের ডিফেন্সের ফাঁক গলে আর গোলরক্ষক সোহেলকে ফাঁকি দিয়ে দলের দ্বিতীয় গোলটি করেন কুমারন।
 
বাংলাদেশের হয়ে কোচ লোডভিক ডি ক্রুইফ মাঠে পাঠান শহীদুল সোহেল (গোলরক্ষক), রায়হান হাসান, ইয়াসিন খান, নাসির, ইয়ামিন মুন্না, জামাল ভুঁইয়া, মামুনুল ইসলাম, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, জাহিদ হোসেন ও জাহিদ হাসান এমিলি।

বাংলাদেশ এ পর্যন্ত মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ খেলেছে ৩টি (ফিফা স্বীকৃত ম্যাচ)। দুটি বিশ্বকাপ বাছাইয়ে, একটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচে। বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচে বাংলাদেশ পরাজিত হয়েছে। তবে দুই দল সব মিলিয়ে মুখোমুখি হয়েছে ৮ বার। বাংলাদেশের জয় মাত্র ১টিতে, মালয়েশিয়ার জয় ৬টিতে, বাকি ১ ম্যাচ ড্রয়ের পথে গড়ায়।

** প্রথমার্ধ শেষে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
** দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
** শিরোপা জেতার লড়াইয়ে মাঠে বাংলাদেশ
** খেলা পাঁচটায়, দর্শকের ঢল

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।