ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ মিনিটে হারল বাংলাদেশ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৮, ২০১৫
শেষ মিনিটে হারল বাংলাদেশ ছবি : শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ম্যাচের শুরু থেকেই প্রাণহীন ভাবে খেলতে থাকে বাংলাদেশ দল। তবে কেউ ভাবেনি এভাবে দুই গোল খেয়ে ম্যাচে ফিরে আসবে বাংলাদেশ।

প্রথমার্ধে পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের শুরুতে যে ভাবে ম্যাচে ফিরে বাংলাদেশ, তখনও কেউ ভাবেনি আরো নাটকীয়তা বাকী! শেষ পর্যন্ত ৩-২ গোলে স্বাগতিক বাংলাদেশকে হারিয়ে বঙ্গবন্ধু গোল্ডকাপের শিরোপা জিতে নেয় মালয়েশিয়ার যুবারা।

ম্যাচের ৫ মিনিটে জাহিদ হোসেন আঘাত পেয়ে মাঠের বাইরে চলে গেলে আক্রমণভাগের দূর্বলতা যেন আরো স্পষ্ট হয়ে আসে।

৮ মিনিটে ডান প্রান্ত থেকে রায়হানের থ্রো থেকে বল পেয়ে মালয়েশিয়ার ডি বক্সে ঢুকে শট করেন এমিলি। কিন্তু তার শট বার ছুঁয়ে যায়। ১৫ মিনিটের মাথায় জটলা থেকে জামাল ভুইয়ার প্রচেষ্টাও সফলতার মুখ দেখেনি। ২০ মিনিটে বাঁ-প্রান্ত থেকে মালয়েশিয়ার ফ্রি-কিক দক্ষতার সঙ্গেই সামাল দিয়েছেন বাংলাদেশি গোলরক্ষক শহিদুল আলম।

ম্যাচের ৩১ মিনিটে মালয়েশিয়ান অধিনায়ক নাজিরুল নাইমের ফ্রি-কিক জড়ায় বাংলাদেশের জালে (১-০)। ফলে এক গোলে পিছিয়ে যায় মামুনুলরা। ৪০ মিনিটে আরো এক গোলে পিছিয়ে পরে বাংলাদেশ। ফরোয়ার্ড সিজুয়ানের পাস থেকে বল পেয়ে দুই ডিফেন্ডারকে কাটিয়ে স্বাগতিকদের বক্সে ঢুকে গোলরক্ষককে পরাস্থ করেন ফরোয়ার্ড কুমাহরান (২-০)।

প্রথমার্ধের শেষ সময়ে বাংলাদেশি ডিফেন্ডার রায়হান হাসানের দূরপাল্লার শট সহজেই গ্রিপে নেন মালয়েশিয়ান গোলরক্ষক ফারহান। ফলে ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধের শুরুতেই চেনা রুপে ফেরে বাংলাদেশ। ৪৮ মিনিটে ডানপ্রান্ত থেকে রায়হানের থ্রো থেকে মালয়েশিয়ার বক্সে ঢুকে হেড করেন ডিফেন্ডার নাসিরুদ্দিন। ফিরতি বলে শট করে বল জালে জড়ান জাহিদ হাসান এমিলি(২-১)।

পরের কয়েক মিনিট মালয়েশিয়া শিবিরে আতংঙ্ক ছড়ায় বাংলাদেশের ফুটবলারা। একের পর এক আক্রমণ করে মালয়েশিয়ার রক্ষণদূর্গে ফাটল ধরায় লাল-সবুজরা। ৫৪ মিনিটে বাংলাদেশ দলের অধিনায়ক মামুনুল ইসলামের কর্ণার থেকে বল পেয়ে হেড করে মালয়েশিয়ার জালে বল জড়ান ডিফেন্ডার ইয়াসিন খান। ফলে ২-২ গোলের সমতায় ফেরে বাংলাদেশ।

সমতায় ফেরার পর নির্ধারিত ৯০ মিনিট মালয়েশিয়াকে চাপের মুখেই রাখে লাল-সবুজরা। ৬৩ মিনিটে ফরোয়ার্ড সাজুয়ানকে ফাউল করে হলুদ কার্ড দেখেন ডিফেন্ডার ইয়ামিন আহমেদ। ৬৮ মিনিটে আবারো গোলের সুযোগ হাতছাড়া হয় বাংলাদেশের। প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে শট করেন বাংলাদেশের আবুল বাতেন। অল্পের জন্য ব্যর্থ হয় তার শটটি।

কিন্তু অন্তিম মুহূর্তে বাংলাদেশের শিরোপা স্বপ্নের সলিল রচনা করেন মালয় ফরোয়ার্ড ফাইজাত। ইনজুরি সময়ে ডানপ্রান্ত থেকে সিজুয়ানের কর্ণারে মাথা ছুঁইয়ে মালয়েশিয়ার জয়সূচক গোলটি করেন ফরোয়ার্ড ফাইজাত। শেষ সময়ে বাংলাদেশ আরেকটি ফ্রি-কিক পেলেও তা রুখে দেয় মালয়েশিয়া। ফলে নির্ধারিত সময় শেষে ৩-২ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে মালয়েশিয়া।

** সমতায় বাংলাদেশ
** প্রথমার্ধ শেষে দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
** দুই গোলে পিছিয়ে বাংলাদেশ
** শিরোপা জেতার লড়াইয়ে মাঠে বাংলাদেশ
** খেলা পাঁচটায়, দর্শকের ঢল

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ০৮ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।