ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

তিনে উঠতে ব্যর্থ ম্যানইউ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
তিনে উঠতে ব্যর্থ ম্যানইউ ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে লুইস ফন গালের ম্যানচেস্টার ইউনাইটেড শেষ মুহেূর্তের নাটকীয়তায় হারের লজ্জা থেকে বেঁচেছে। পিছিয়ে পড়েও দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ের গোলে ড্র করে ম্যানইউ।

এ ম্যাচে জিততে পারলে পয়েন্ট টেবিলের তিন নম্বর জায়গাটি নিজেদের করতে পারত ম্যানইউ।

এ ম্যাচে লুইস ফন গাল শুরুর একাদশে মাঠে নামান ডি গিয়া, ভ্যালেন্সিয়া, মার্কোস রোজো, লুক শ, ড্যালে ব্লাইন্ড, ওয়েইন রুনি, ডি মারিয়া, রবিন ফন পার্সি আর রাদামেল ফ্যালকাওদের মতো তারকাকে।

ওয়েস্টহামের বিপক্ষে খেলতে নেমে স্বাগতিকদের কাছে পাত্তাই পায়নি ম্যানইউ। প্রথমার্ধে গোলশুন্য অবস্থায় বিরতিতে যায় দুই দল। বিরতির আগে ম্যাচের ১৩ মিনিটে গোল হজমের উপক্রম হয়েছিল ম্যানইউয়ের। এ যাত্রায় অতিথিদের গোলরক্ষক ডি গিয়া দলকে রক্ষা করেন।

বিরতির পর ৪৯ মিনিটের মাথায় স্বাগতিক তারকা কেইকুয়াতের গোলে লিড নেয় ওয়েস্টহাম। আর দ্বিতীয়ার্ধের যোগ করা অতিরিক্ত সময়ে দলকে সমতায় ফেরান ম্যানইউয়ের ব্লাইন্ড। ফলে, ১-১ গোলের সমতা নিয়ে মাঠ ছাড়ে দুই দল।

এ ম্যাচে ড্র’য়ের ফলে ২৪ ম্যাচ খেলে ১২ জয়, ৮টি ড্র আর ৪টি পরাজয়ে ম্যানেইউয়ের সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৪৪ পয়েন্ট। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে রয়েছে সাউদাম্পটন। আর ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি, ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানচেস্টার সিটি।

বাংলাদেশ সময়: ০৩১৬ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।