ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জমজমাট ফাইনালে শিরোপা জিতল আইভোরি কোস্ট

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
জমজমাট ফাইনালে শিরোপা জিতল আইভোরি কোস্ট ছবি: সংগৃহীত

ঢাকা: আফ্রিকান কাপ অব নেশনের ফাইনালে মুখোমুখি হয়েছিল ঘানা ও আইভোরি কোস্ট। অন্যরকম উত্তেজনা ছড়িয়ে পেনাল্টি শুটআউটের বিনিময়ে শিরোপা জিতে নেয় আইভোরি কোস্ট।



ম্যাচের প্রথমার্ধ ছিল গোলশুন্য। রেকর্ড সংখ্যক আফ্রিকান কাপের ফাইনাল খেলা ঘানা এদিন সুযোগ করতে পারেনি আইভোরি কোস্টের বিপক্ষে। শেষবার তারা ১৯৮২ সালে শিরোপা ঘরে তুলতে পেরেছিল। আসরের শুরু থেকেই ফেভারিটের তালিকায় থাকা আইভোরি কোস্ট প্রথমার্ধে রুখে দেয় ঘানাকে।

দ্বিতীয়ার্ধের সময়েও কোনো দল গোলের দেখা পায়নি। ২০০৬ আর ২০১২’তে আফ্রিকান কাপের ফাইনালে উঠেও পেনাল্টি শুটআউটে শিরোপা হাতছাড়া করে আইভোরি কোস্ট। ১৯৯২ সালে পেনাল্টি শুটআউটে শেষবারের মতো শিরোপা জিতেছিল তারা।

দ্বিতীয়ার্ধে কোনো গোল না হলে অতিরিক্ত সময়ে গড়ায় ম্যাচটি। অতিরিক্ত ৩০ মিনিটেও কোনো দল কাঙ্ক্ষিত গোলের দেখা পায়নি। ফলে ম্যাচ গড়ায় পেনাল্টি শুটআউটে।

দীর্ঘ ২৩ বছরের আক্ষেপ ঘোচাতে আইভোরি কোস্টকে অপেক্ষা করতে হয় নবম পেনাল্টি শট পর্যন্ত। দুই দল মোট শট নেয় ১৭টি। তবে, ৯-৮ ব্যবধানে এগিয়ে থেকে শিরোপা জয়ের স্বাদ নেয় আইভোরি কোস্ট।

বাংলাদেশ সময়: ০৪১৫ ঘণ্টা, ০৯ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।