ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয়ের ধারায় ফিরল ইন্টার

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০১৫
জয়ের ধারায় ফিরল ইন্টার ছবি : সংগৃহীত

ঢাকা: আর্জেন্টাইন স্ট্রাইকার মাউরো ইকার্দির জোড়া গোলে পালের্মোর বিপক্ষে সহজ জয় পেয়েছে ইন্টার মিলান। সর্বশেষ তিন ম্যাচে জয়হীন ছিল ইন্টার।

৩-০ গোলের জয় পেলেও পয়েন্ট টেবিলে ১৮ বারের চ্যাম্পিয়নরা পালের্মোর পরেই নবম স্থানে রয়েছে।

ঘরের মাঠ সান সিরোতে প্রথমার্ধের ১৬ মিনিটে ‍জারদান শাকিরির অ্যাসিস্ট থেকে কলম্বিয়ান মিডফিল্ডার ফ্রেডি গুয়ারিনের গোলে লিড নেয় ইন্টার। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্বাগতিকরা।

বল পজিশনে দু’দলই ছিল প্রায় সমানে সমান। কিন্তু, ইন্টারের গোলপোস্টে মাত্র একটি শট নিতে পেরেছে পালের্মো। অপরদিকে, স্বাগতিকরা শুরু থেকেই বেশ আক্রমনাত্মক ছিল। প্যালাসিও-ইকার্দিরা গোলপোস্টে মোট আটটি শট নিয়েছে। উল্লেখ্য, পুরো ম্যাচ জুড়েই উভয় দলের ফুটবলাররা একে অপরকে ট্যাকল করায় ব্যস্ত ছিল। দু’দল মিলে ৩৫টি ফাউল করে।

দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে আর্জেন্টাইন স্ট্রাইকার রদ্রিগো প্যালাসিওর অ্যাসিস্টে ব্যবধান দ্বিগুন করেন প্যালাসিওর স্বদেশী ইকার্দি। তরুণ এই স্ট্রাইকার নির্ধারিত সময়ের দুই মিনিট আগে নিজের দ্বিতীয় গোল পূর্ণ করেন। গোলে সহায়তা করেন প্রথম গোলদাতা গুয়ারিন। খেলা শেষে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রবার্তো মানচিনির শিষ্যরা।

বাংলাদেশ সময়: ১০৫৫ ঘন্টা, ফেব্রুয়ারি ০৯, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।