ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

জয় নিয়ে চারে উঠলো আর্সেনাল

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫
জয় নিয়ে চারে উঠলো আর্সেনাল ছবি : সংগৃহীত

ঢাকা: পয়েন্ট টেবিলের তলানিতে থাকা লিচেস্টার সিটির বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে আর্সেনাল। এ জয়ে ম্যানচেস্টার ইউনাইটেডকে হটিয়ে চারে উঠে এলো আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা।



এমিরেটস স্টেডিয়ামে স্বাগতিক আর্সেনালের কাছে পুঁচকে লিচেস্টার দাঁড়াতেই পারবে এমনটিই ধারণা ছিল। কিন্তু, প্রত্যাশা অনুযায়ী বড় ব্যবধানে না জিতলেও পূর্ণ পয়েন্ট নিয়েই ম্যাচ শেষ করেছে গানাররা। দুর্বল প্রতিপক্ষ হলেও প্রথমার্ধের শুরু থেকে লিচেস্টার বেশ আক্রমনাত্মক ছিল। ধীরে ধীরে অবশ্য স্বাগতিকরা বলের নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়।

ম্যাচের ২৭ মিনিটে মেসুত ওজিলের অ্যাসিস্টে আর্সেনালকে লিড এনে দেন ফেঞ্চ ডিফেন্ডার লরেন্ট কোস্চিয়েলনি। প্রথমার্ধ শেষ হওয়ার চার মিনিট আগে লিড দ্বিগুন করেন থিও ওয়ালকট। অবশ্য গোলটি পেতে পারত ওজিল। ৬১ মিনিটের মাথায় আন্দেজ ক্রামারিকের গোলে ম্যাচে ফিরে লিচেস্টার। তবে, এরপর কোনো দলই আর গোলের দেখা পায়নি। তাই ২-১ গোলের স্বস্তির জয় নিয়েই মাঠ ছাড়ে সানচেজ-ওজিলরা।

এ জয়ে পয়েন্ট টেবিলেও পরিবর্তন এসেছে। সাত থেকে চারে উঠে এলো আর্সেনাল। ২৫ ম্যাচ শেষে ১৩ জয়, ছয় ড্র ও ছয় পরাজয়ে তাদের পয়েন্ট সংখ্যা ৪৫। এক ম্যাচ কম খেলে সমান পয়েন্ট নিয়ে তিনে সাউদাম্পটন। ২৪ ম্যাচে ৪৯ পয়েন্ট নিয়ে দুইয়ে ম্যানসিটি ও ৫৬ পয়েন্ট নিয়ে শীর্ষে চেলসি।

বাংলাদেশ সময়: ০৯৩৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১১, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।