ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

চেলসির কষ্টার্জিত জয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫
চেলসির কষ্টার্জিত জয় ছবি: সংগৃহীত

ঢাকা: ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে কষ্টার্জিত জয় পেয়েছে চেলসি। এদিন খেলার নির্ধারিত সময়ের এক মিনিট আগে উলিয়ানের ভ্যলিতে এভারটনের বিপক্ষে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে হোসে মরিনহোর শিষ্যরা।



লিগের শেষ দিকে এসে কিছুটা নিশ্চুপ পারফরম্যান্স করা ব্লুজরা এদিন প্রথম থেকেই হতাশার মাঝে খেলতে থাকে। অবশ্য ভাগ্য ভালো থাকায় খেলার প্রথম দিকে এভারটনের নেমানজা মাতিক গোল করলেও তা অফ সাইডের কারণে বাতিল হয়।

এদিকে খেলার প্রথমার্ধ চেলসি না পরলেও সফরকারি ফুটবলাররা বেশ কয়েকটি সুযোগ তৈরী করে। তবে তা থেকে গোল আদায় করতে ব্যর্থ হলে শেষে গোলশুন্য ড্র নিয়ে বিরতিতে যায় দু’দল।

বিরতি থেকে ফিরে খেলায় ফিরার চেষ্টায় থাক‍া চেলসি ৭০ মিনিটে বলদি ফুটবলার হিসেবে মাঠে নামায় সেস ফেব্রিগাস ও দিদিয়ের দ্রগবাকে। তবে খেলার ৮৮ মিনিটে দ্বিতীয়বার ফাউল করা বিপক্ষ ফুটবলার গ্যারেথ ব্যারি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন।

আর দশ জনের দলে পরিণত হওয়া এভারটনের বিপক্ষে ৮৯ মিনিটেই লিড নিয়ে চেলসিকে আনন্দে ভাসান উলিয়ান। রামিরেসের ক্রস থেকে দারুন এক ভল্যিতে গোলটি করেন এ ব্রাজিলিয়ান তারকা। খেলার বাকি সময় আর কোন গোল না হলে শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে লিগ টেবিলের শীর্ষ দলটি।

বাংলাদেশ সময়: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।