ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ব্যাটে-বলে বাংলানিউজ: সেরা টিম, সেরা আয়োজন

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
ব্যাটে-বলে বাংলানিউজ: সেরা টিম, সেরা আয়োজন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বিশ্বকাপ ক্রিকেট নিয়ে দল সাজিয়েছে বাংলানিউজটোয়েন্টিফোর.কম। অঘোর মন্ডলের নাম বাংলানিউজ টিমে উল্লেখ করলে হয়তো অনেকেই বিস্মিত হবেন।

কিন্তু বিস্ময় নয়, সত্যি।

বিশ্বকাপের গ্যালারিতে গ্যালারিতে, মিডিয়া বুথে অঘোর মন্ডলকে সক্রিয় দেখা যাবে বাংলানিউজের হয়েই। বাংলানিউজের কন্ট্রিবিউটিং এডিটর জিনিয়া জাহিদ অস্ট্রেলিয়ায় থাকেন। ওখানে বিশ্বকাপ আয়োজনেও একজন সক্রিয় কর্মী তিনি। কাজের ফাঁকে তার অন্যতম কাজটিই হবে বাংলানিউজকে খবর পাঠানো।

তবে মুল প্রাণশক্তি বাংলানিউজের স্পোর্টস টিম। সেরা ও ভালো দিকটি হচ্ছে এই টিমে সবাই তরুণ। অনেক অভিজ্ঞতা আর বয়সের ভার খেলায় যেমন চলে না, খেলার খবরেও চলে না। আর সে কারণেই এই টিমকেই বাংলানিউজ তার সেরা স্পোর্টস টিম হিসেবে দেখছে।

এতে রয়েছেন মুশফিক পিয়াল, তৌহিদ রিয়াদ, ইয়াসির উবাইদ জিকো, মোস্তফা শামীম, রাহাত মাহমুদ, সাজ্জাদ খান।

সিনিয়র ফটো করেসপন্ডেন্ট শোয়েব মিথুনেরও ঘোষণা, ‘মাঠে যেতে পারিনি তো কি হয়েছে? সারাক্ষণই খেলার সঙ্গে থাকবো’।

বিশ্বকাপ ফুটবলে নিউজরুমের একটি বড় টিম তাদের দক্ষতার প্রমাণ দেখিয়েছে। এবার ক্রিকেটেও আরও শক্তি নিয়ে ঝাপিয়ে পড়েছে নিউজরুমের টিমটি।

এতে রয়েছেন জনি সাহা, কালাম আজাদ বেগ, শামীম হোসেন রাজু, এম জে ফেরদৌস, হুসাইন আজাদ, ইমরান আখন্দ, সৈয়দ ইফতেখার আলম, এনায়েত করিম এবং সজিব তৌহিদ।

ভার্চুয়াল জগতের সকল পাঠককে বাংলানিউজে টেনে আনা, ধরে রাখা, খেলার প্রতিটি আপডেট অবহিত করে ও খেলার মাঠের সব খবর জানিয়ে মুগ্ধ করে রাখাই আমাদের অঙ্গীকার।   

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০‌১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।