ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

থাই ক্লাসিক থেকে সিদ্দিকুরের বিদায়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫
থাই ক্লাসিক থেকে সিদ্দিকুরের বিদায় সিদ্দিকুর রহমান

ঢাকা: মালয়েশিয়ার পরে এবার থাইল্যান্ড ক্লাসিক থেকেও বাদ পড়লেন দেশসেরা গলফার সিদ্দিকুর রহমানকে। দ্বিতীয় রাউন্ডে খারাপ খেলে থাই ক্লাসিক থেকে ছিটকে গেছেন তিনি।



দ্বিতীয় রাউন্ড শেষ করতে পারের চেয়ে ৪ শট বেশি খেলেছেন সিদ্দিকুর। ফলে দুই রাউন্ড শেষে পারের চেয়ে এক শট বেশি নিয়ে ৯৯ নাম্বারে চলে যান তিনি। তবে বৃহস্পতিবার প্রথম রাউন্ডে পারের চেয়ে ৩ শট কম নিয়ে তুলনামূলক ভালো অবস্থানে ছিলেন তিনি, ২০ নম্বরে।

২০১৫ সালটা বেশ ভালো ভাবেই শুরু করেছিল বাংলাদেশী গলফার সিদ্দিকুর রহমান। ইনজুরির জন্য ২০১৪ সালে ওমেগা মাস্টার্স থেকে নাম প্রত্যাহার করার পর আর কোনো আসরে খেলতে পারেনি দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান।

তবে ২০১৫ সালে বছরের প্রথম দিনেই ইংগিত দিয়েছিলেন সাফল্যের। জেমকন প্লেয়ার চ্যাম্পিয়নশীপে অংশ নিয়ে পারের চেয়ে ১৮ শট কম নিয়ে চ্যাম্পিয়ন হয়েছিলেন সিদ্দিকুর। এরপর সামিট ওপেন গফল প্রতিযোগিতার চ্যাম্পিয়ন হয়েছেন সিদ্দিকুর রহমান। এরপর ব্যাক্তিগত জীবনের নতুন ইনিংসে বিয়ের পিড়িতে বসেন এই গলফার। এরপরই মালয়েশিয়ান ওপেন গলফ, থাইল্যান্ড ক্ল্যাসিক ও হিরো ইন্ডিয়ান ওপেনে অংশ নিয়ে সিদ্দিকুর যাত্রা শুরু হয়। সফরে স্ত্রী সামাউন অরণিও সঙ্গী হিসেবে আছেন ৩০ বয়সী এ গলফ তারকার সঙ্গে। এই প্রথমবারের মতো স্ত্রীকে সঙ্গে নিয়ে দেশের বাইরে গলফ খেলতে যান তিনি। কিন্তু এখনও সাফল্য তার হাতে ধরা দেয়নি।  

গত সপ্তাহে মালয়েশিয়ান ওপেন দিয়ে মৌসুম শুরু করেছিলেন সিদ্দিকুর। ঐ টুর্নামেন্টে তৃতীয় রাউন্ডেই বাদ পড়ে যায় সিদ্দিক। এরপর থাইল্যান্ড ক্লাসিকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছিলেন এই গলফার। এখন পরবর্তী সপ্তাহে ইন্ডিয়ান ওপেনে অংশ নিচ্ছেন সিদ্দিকুর। ভারতে সিদ্দিকুর সাফল্যের প্রত্যাশা করতেই পারেন। কারণ ২০১৩ সালে দিল্লি গলফ কোর্সেই এশিয়ান ট্যুরে দ্বিতীয় শিরোপা জিতেছিলেন এই দেশসেরা গলফার।
 
বাংলাদেশ সময়: ১৮৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।