ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

সুরের মূর্ছনায় টাইগারদের প্রতি শুভকামনা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
সুরের মূর্ছনায় টাইগারদের প্রতি শুভকামনা ছবি: শোয়েব মিথুন / বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আয়োজিত ‘এগিয়ে চলো বাংলাদেশ’ কনসার্টের মাধ্যমে সুরের মূর্ছনায় বাংলাদেশ ক্রিকেট দলকে শুভকামনা জানালো টাইগার ভক্তরা। শুক্রবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের আমন্ত্রিত শিল্পীদের গানের তালে সুর মিলিয়ে ক্রিকেট দলকে শুভকামনা জানিয়েছে প্রায় পনেরো হাজার দর্শক।



বিশ্বকাপে বাংলাদেশ দলকে সাহস যোগাতে তিন বিভাগে কনসার্টের আয়োজন করে বিসিবি। গেল বুধবার ও বৃহস্পতিবার যথাক্রমে সিলেট ও চট্টগ্রামের পর ঢাকায় শেষ কনসার্টটি অনুষ্ঠিত হয়।

কিছুটা বিলম্বে অনুষ্ঠানটি শুরু হয় বিকেল সাড়ে চারটায়, শেষ হয় রাত দশটায়। এতে একে একে গান পরিবেশন করেন ব্যান্ড দল বাপ্পা অ্যান্ড ফ্রেন্ডস, ওয়ারফেজ, মাইলস ও এলআরবি। এছাড়াও গান পরিবেশন করেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ।

শুরুর দিকে তেমন দর্শকের উপস্থিতি দেখা না গেলেও সময় বাড়ার সাথে সাথে দর্শকের ঢল নামে স্টেডিয়ামে। বাঙ্গালি জাতির ক্রিকেটের প্রতি গভীর ভালোবাসার পরিধি কতটা তা স্টেডিয়াম ভর্তি দর্শকদের উন্মাদনা দেখে সহজেই অনুমেয়।

বাপ্পা মজুমদার ও এলিটার কন্ঠে ‘বীরের বিশ্ব জয়’ গানটি দিয়ে বিকেল সাড়ে চারটায় আনুষ্ঠানিকভাবে কনসার্টটি শুরু হয়। এরপর বাপ্পা ‘পরী’ গানটিসহ আরো দুটি গান করেন। এরপর মঞ্চে আসে ব্যান্ডদল ওয়ারফেজ।

বাংলাদেশ দলকে শুভকামনা জানিয়ে প্রথমেই ‘এগিয়ে চলো বাংলাদেশ’ নামে নতুন একটি গান পরিবেশন করেন সঙ্গীত শিল্পী মমতাজ। জনপ্রিয় আরো চারটি গান পরিবেশন করেন তিনি।

এরপর মঞ্চ কাঁপান ব্যান্ড দল মাইলস। শাফিন আহমেদ ও হামিন আহমেদ মিলে জনপ্রিয় চারটি গান পরিবেশন করেন।

সবশেষে গান পরিবেশন করেন এলআরবি’র আইয়ুব বাচ্চু।

দর্শকের সঙ্গে কনসার্টটি উপভোগ করছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন, মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুসসহ বিসিবির অন্যান্য কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ০০৪২ ঘণ্টা, ১৪ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।