ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

পরিসংখ্যানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার লড়াই

ওয়াল্র্ডকাপ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
পরিসংখ্যানে ইংল্যান্ড অস্ট্রেলিয়ার লড়াই

ঢাকা:  বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে দুই চিরপ্রতিদ্বন্দ্বী অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড মুখোমুখি হবে।   ক্রিকেটের জন্মদাতা ইংলিশরা, কিন্তু দুই দলের মুখোমুখি পরিসংখ্যানে এগিয়ে অজিরা।



বিশ্বকাপের মহারণ শুরুর আগে পরিসংখ্যানের দিকে তাকালে বাড়তি সাহস পাবে স্বাগতিকরা।

দেশের মাটিতে অজেয় অজিরা, ইংলিশদের বিপক্ষেও এই রেকর্ডের হেরফের হয়নি। শেষ ১৫ বারে দুই দলের মোকাবেলায় ১৩ বারই জিতেছে অস্ট্রেলিয়া।

যদি এই ম্যাচে ইংলিশরা জয় পায় তবে এটা অজিদের বিপক্ষে ৫০তম জয়।   অন্যদিকে ইংলিশদের বিপক্ষে ৭৬ বার ম্যাচ শেষে বিজয়ের হাসি হেসেছে ক্যাঙ্গারুরা।

মেলবোর্নে শেষ ১১ ম্যাচের মধ্যে নয়টিতে জিতেছে অস্ট্রেলিয়া। অন্যদিকে ইংলিশরা স্বাগতিকদের বিপক্ষে শেষ ১১ ম্যাচের আটটিতে হেরেছে।

বিশ্বকাপে মুখোমুখি লড়াই
বিশ্বকাপে এই পর্যন্ত দুই প্রতিপক্ষ ছয় বার মুখোমুখি হয়েছে। এখানেও এগিয়ে আছে অজিরা।   ছয়বার জিতেছে অস্ট্রেলিয়া দুই বার জয় পায় ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ০০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।