ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভারতকে দ্রাবিড়ের সতর্কবার্তা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
ভারতকে দ্রাবিড়ের সতর্কবার্তা ছবি: সংগৃহীত

ঢাকা: আগামীকাল মাঠে গড়াচ্ছে বিশ্বকাপের বহুল প্রতীক্ষিত ভারত-পাকিস্তান ম্যাচ। এ ম্যাচটি দু’দলের জন্য মর্যাদার লড়াইও বটে।

ভারতের সাবেক অধিনায়ক রাহুল দ্রাবিড় ভারতকে এগিয়ে রাখলেও পাকিস্তানের সাত ফিট এক ইঞ্চি উচ্চতার পেস বোলার মোহাম্মদ ইরফানকে অন্যতম হুমকি হিসেবে দেখছেন।

দ্রাবিড় বলেন, ‘পাকিস্তানের সবচেয়ে বড় পুঁজি হচ্ছে তাদের দলে ইরফানের মতো বোলার রয়েছে। সম্প্রতি আমি তার বোলিং দেখেছি। আমার বিশ্বাস সে ভারতীয় ব্যাটসম্যানদের জন্য অন্যতম চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবেন। ইরফান ছাড়াও তাদের আরো কিছু ভালো মানের বোলার রয়েছে। বোলিং ডিপার্টমেন্টই তাদের আস্থার প্রতীক। ।

পাকিস্তানের বিপক্ষে বড় সংগ্রহ ভারতকে এগিয়ে রাখবে বলে জানান দ্রাবিড়। তার মতে, পাকিস্তানের পেস অ্যাটাক সামলাতে পারলে ধোনি-কোহলিরা বড় স্কোর দাঁড় করাতে পারবে। কিন্তু, শুরুতেই উইকেট হারালে ম্যাচটি পাকিস্তানের অনুকূলে চলে যাবে।

ম্যাচটি যে ভারতের ব্যাটিংয়ের বিপরীতে পাকিস্তানের বোলিংয়ের লড়াই হবে তা বলতে ভুলেননি দ্রাবিড়। তিনি বলেন, ‘পাকিস্তান দলের বেশিরভাগ ক্রিকেটারই তরুণ। তবে, তাদের বোলিং ডিপার্টমেন্ট যথেষ্ট শক্তিশালী। তাদের বিপক্ষে অধিক পরিমান রান করা ছাড়া বিকল্প নেই। ভারতীয় দল কয়েক মাস যাবৎ অস্ট্রেলিয়ায় থাকায় পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে পেরেছে। কন্ডিশনের সুবিধা কাজে লাগিয়ে টিম ইন্ডিয়া এগিয়ে থাকবে। ’

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘন্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।