ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

'ফুটবলে দেখি পৃথিবীর মুখ'

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫
'ফুটবলে দেখি পৃথিবীর মুখ'

ঢাকা: ফেব্রুয়ারি মাসটা শুধুই বইয়ের। ভাষার মাসে বাংলা একাডেমী ও সোহরাওয়ার্দী উদ্যানের খানিকটা অংশ জুড়ে চলছে এ মেলা।

এর মাঝেই চারদিকে ক্রিকেট বিশ্বকাপের উন্মাদনায় মাতোয়রা সবাই। সেই উন্মাদনার সাথে মিলেছে বইয়ের মৌ মৌ গন্ধও। এবারের বইমেলায় বাংলাদেশের ক্রীড়া সাংবাদিকতার অন্যতম পথিকৃত দুলাল মাহমুদের একটি বই প্রকাশিত হয়েছে। নাম 'ফুটবলে দেখি পৃথিবীর মুখ'।

দীর্ঘ ৩৩ বছর ধরে লেখালেখির সাথে যুক্ত আছেন দুলাল মাহমুদ। আর লেখার বিষয়ে তার প্রথম পছন্দ খেলাধুলা। বর্তমানে তিনি কর্মরত আছেন জাতীয় ক্রীড়া পাক্ষিক  'ক্রীড়া জগত' পত্রিকায়। দীর্ঘ এ পথচলার সবচেয়ে বড় সময়টিও পার করছেন ক্রীড়া জগত পত্রিকার সাথেই, ১৮ বছর! ব্লগ আর ফেইসবুকে লিখতে বেশ স্বাচ্ছন্ন বোধ করেন তিনি। মাঝে মধ্যেই ফেলে আসা দিনগুলো সম্পর্কে জানতে নবাগত ক্রীড়া সাংবাদিকদের একমাত্র ভরসা হয়ে ওঠে তার তথ্য সূত্র।    

ফুটবলে দেখি পৃথিবীর মুখ ১২৫ পৃষ্ঠার এ বইটিকে বলতে পারেন ২০১৪ সালের বিশ্বকাপ ফুটবলের প্রতিচ্ছবি। ২০১৪ সালে পুরো ব্রাজিল বিশ্বকাপ জুড়ে তার প্রকাশিত লেখাগুলোকেই একটি মলাটে আবদ্ধ করা হয়েছে। পেলে, ম্যারাডোনা থেকে শুরু ইউসেবিও, এমনকি এগিয়ে যাওয়া মেসি-রোনালদো দ্বৈরথকেও।   বইটিতে তুলে ধরা হয়েছে বিশ্বকাপ উপলক্ষ্যে বাঙ্গালীর ফুটবল আবগ আর ভালোবাসাকে। আলোকপাত করা হয়েছে ফুটবলে তীর্থ ব্রাজিলের আদি-ইতি সম্পর্কেও। এছাড়া বিশ্ব ফুটবলের রঙ্গমঞ্চের নানা অজানা কাহিনী সম্পর্কে জানা যাবে এই ১২৫ পৃষ্ঠার ভাজে ভাজে।

বইটি সম্পর্কে লেখক দুলাল মাহমুদ বলেন, 'মূলত খেলাধুলার প্রতি ভালোবাসা থেকেই আমার ক্রীড়া সাংবাদিকতার পথচলা শুরু। আর এ বইটি এ জন্যই লেখা যাতে সবাই বিষয়গুলো জানতে পারে। যার ফলে সমাজে খেলাধুলার প্রতি ইতিবাচক প্রভাব বৃদ্ধি পায়। '
 
বইটি প্রকাশিত হয়েছে বিশ্বসাহিত্য ভবন থেকে। বইমেলায় ১৩৬ নম্বর দোকানে পাওয়া যাবে বইটি। আর মূল্য ধরা হয়েছে ২০০ শত টাকা।

বই মেলায় ক্রীড়া বিষয়ক বই সম্পর্কে জানতে চোখ রাখুন বাংলানিউজে।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।