ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

কাল থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
কাল থেকে শুরু হচ্ছে ফেডারেশন কাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: সোমবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হচ্ছে ফেডারেশন কাপ। বিকেল সাড়ে তিনটায় পর্দা উঠবে ১২ দলের অংশগ্রহণে মৌসুমের প্রথম এ টুর্নামেন্টের।

বিকাল ৪টায় ফেডারেশন কাপের উদ্বোধনী ম্যাচে মোহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হচ্ছে রহমতগঞ্জ এমএফ এস।

পরের ম্যাচটি হবে সন্ধ্যা সোয়া ৬টায়। টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানমন্ডি কাবের মুখোমুখি হবে ফেনী সকার ক্লাব। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।

এ উপলক্ষে রোববার বাফুফে ভবনে এক প্রাক ম্যাচ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে প্রতিটি ক্লাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ঐতিহ্যবাহী মোহামেডান ক্লাবের ম্যানেজার আহমেদ ইমতিয়াজ নাকিব বলেন, ‘এবার আমরা একটু দেরিতে দল গঠন করেছি। মূলত তরুণদের সমন্বয়ে দল গঠিত হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবো কিনা জানি না। তবে আমরা লড়াই করবো। ’

দলীয় অধিনায়ক অরুপ কুমার বৈদ্য বলেন, ‘আমি এই দলটি নিয়েই চ্যাম্পিয়ন হতে চাই। কেননা ফুটবল এগারো জনের খেলা। আমরা এবার খেলব একটি টিম হয়ে। তাই ম্যাচে জয়ের বিকল্প নেই। ’

ওদিকে প্রতিপক্ষ রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছি। সব সময়ই আমরা বড় দলগুলোকে চমকে দিয়েছি, এবারও চমক দেখাতে চাই। ’


রহমতগঞ্জের দলীয় অধিনায়ক জাহিদুল হাসান আরিফও কথা বললেন সাধারণ সম্পাদকের সূরেই। তিনি চান ফেডারেশন কাপে মোহামেডানের বিপক্ষে কিছু করে দেখাতে, ‘যে দলটি নিয়ে আমরা চ্যাম্পিয়নসশিপের শিরোপা জিতেছি সে দলেরই অধিকাংশ খেলোয়াড় নিয়ে এবারের দলটি গড়া। আগামীকাল মোহামেডানের বিপক্ষে কিছু করে দেখাতে চাই। ’

আর ফেডারেশন কাপে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে শেখ জামাল ও ফেনী সকার। ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী প্রতিটি ম্যাচেই জয় চান। হতে চান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এ সম্পর্কে তিনি বলেন, ‘শেখ জামাল বাংলাদেশে ভালো মানের ফুটবল খেলে। সেই ধারাবাহিকতা ফেডারেশন কাপেও ধরে রাখতে চাই। এবারো আমাদের লক্ষ্য প্রতিটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া। প্রথম ম্যাচে জিতে আমরা মৌসুমের শুভ সূচনা করতে চাই। ’

ফেনীর প্রতিনিধিত্বকারী ফেনী সকার ক্লাব এবারও তাদের জাদু দেখাতে প্রস্তুত। দলটির অধিনায়ক আকবর হোসেন রিদন বলেন, ‘শেখ জামাল যেহেতু চ্যাম্পিয়ন দল তাই তাদের সঙ্গে জয় পাব সেটি বলতে পারছি না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। সেই লক্ষেই মাঠে নামবো। ’

বাংলাদেশ সময়: ১৭০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।