ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

দরজায় কড়া নাড়ছে ফেডারেশন কাপ

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
দরজায় কড়া নাড়ছে ফেডারেশন কাপ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ২০১৫ মৌসুমের প্রথম টুর্নামেন্ট ফেডারেশন কাপ শুরু হচ্ছে সোমবার থেকে। ১২ দলের অংশগ্রহণে এ আসরে উদ্বোধনী দিনেই মাঠে নামছে ঢাকা মোহামেডান বনাম রহমতগঞ্জ এবং শেখ জামাল ধানমন্ডি বনাম ফেনী সকার ক্লাব।

১২ দলের প্রতিনিধিদের নিয়ে রবিবার বাফুফে ভবনে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তবে সংবাদ সম্মেলনে সময়মতো উপস্থিত হতে পারেননি উত্তর বারিধারা এবং ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাবের প্রতিনিধিরা।
 
কেমন হয়েছে বাকী ১০ দলের প্রস্তুতি? কি ভাবছে দলের কোচ, ম্যানেজার ও অধিনায়করা?  আসুন প্রথমেই জেনে নেই ঢাকা আবাহনী লিমিটেডের প্রস্তুতি।
 
ঢাকা আবাহনী লিমিটেডঃ ঐতিহ্যবাহী দলটি টানা দুই বছর কোন শিরোপার স্বাদ পায়নি। তবে এবার ভালো দল গড়েছে আবাহনী। আর কোচ হিসেবে দলের দ্বায়িত্ব নিয়েছে বাংলাদেশের সাবেক সফল কোচ জর্জ কোটন।
 
দলের ম্যানেজার সত্যজিৎ দাস রূপু বলেন, ‘খেলোয়াড়রা যদি তাদের স্বাভাবিক খেলা খেলতে পারে, তাহলে শিরোপা না জেতার কোন কারণ দেখছি না। তবে চ্যাম্পিয়ন হতে হলে ভাগ্যের সহায়তা দরকার। আরও দরকার দর্শক-সমর্থকদের অকুণ্ঠ সমর্থন, যা আমাদের আছে। চ্যাম্পিয়ন হয়ে আমরা প্রমাণ করতে চাই আমরাই এ আসরের সেরা। ’
 
তিনি আরো বলেন, ‘দলের শক্তি বাড়ানোর জন্য কিছু তরুণ খেলোয়াড় নেয়া হয়েছে। আমি নিশ্চিত, তারা ভাল খেলে নিজেদের প্রমাণের চেষ্টা করবে। এই আসরের জন্য আমাদের দলের প্রস্তুতি সন্তোষজনক হয়েছে বলে মনে করি। জর্জ কোটান কোচ হয়ে আসার পর আবাহনী একাধিক অনুশীলন ম্যাচ খেলেছে। খেলোয়াড়রা শিরোপা জেতার জন্য শারীরিক-মানসিকভাবে প্রস্তুত আছে।
 
ঢাকা আবাহনীর অধিনায়ক প্রাণতোষ কুমার বলেন, ‘আবাহনীর টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ আবারও আমাকে দলের অধিনায়ক নির্বাচিত করায়। এ মৌসুমে আমরা ২/১টি ট্রফি জিততে চাই, যার মধ্যে ফেডারেশন কাপ অবশ্যই থাকবে। ’

মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রঃ ‘জায়ান্ট কিলার’ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র চায় শিরোপার স্বাদ। দলের ম্যানেজার ফিরোজ মাহমুদ হোসেন টিটু বলেন, ‘ছিলাম ফুটবল খেলোয়াড়, এখন আছি ম্যানেজার হিসেবে। লক্ষ্য শিরোপা। ফেডারেশন কাপের শিরোপা জিতে মৌসুম শুরু করতে চাই। থাকতে চাই শিরোপ‍ার দৌড়েও। দলের খেলোয়াড়দের কাছে প্রত্যাশা তারা যেন লক্ষ্য অর্জনে তাদের সর্বোচ্চটাই দেয়। ’
 
এনামুল হক, অধিনায়ক(মুক্তিযোদ্ধা), ‘আমাদের দলের অধিনায়ক-ম্যানেজার দু’জনেই এবার নতুন। দলটিও তারুণ্যনির্ভর। এই টুর্নামেন্ট জেতার চ্যালেঞ্জটা নিতে চাই। অতীতে দলের যে ভুলগুলি হয়েছে, সেগুলো শুধরে সাফল্য পেতে চাই আমরা। ’
 
টিম বিজেএমসিঃ অর্থ, খেলোয়াড় আর অবকাঠামো সংকটের মুখে টিকে আছে টিম বিজেএমসি। এখনও স্বপ্ন দেখেন ভালো কিছু করার। অধিনায়ক অমিত খান শুভ্র বলেন, ‘শুরু করার আগে প্রথমে অভিনন্দন জানাতে চাই বাংলাদেশ জাতীয় ফুটবল দলকে, যারা সদ্যসমাপ্ত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’-এ রানার্সআপ হয়েছে। এবারের ফেডারেশন কাপের শিরোপা জিতে টিম বিজেএমসি তাদের অস্তিত্ব টিকিয়ে রাখতে আমরা বদ্ধপরিকর। ’

তিনি আরো বলেন, ‘দলটি সরকারী হওয়ার কারণে নানা সমস্যা আছে। প্রয়োজনীয় অর্থ পেতে অনেক দেরি হয়, ফলে ঠিকমতো ও যথাসময়ে ভাল দলগঠন সম্ভব হয় না। বিজেএমসিতে কোন তারকা ফুটবলার নেই। তবে তারা তারকা ফুটবলার তৈরি করে। ভবিষ্যতেও করবে। আমাদের প্লাস পয়েন্ট হচ্ছে, দলের খেলোয়াড়দের বেশিরভাগই গত তিন বছর ধরে একসঙ্গে আছে। ফলে টিম কম্বিনেশন খুব ভাল, এটাই আমারদের মূল শক্তি। টুর্নামেন্ট শুরুর আগে আমাদের কোচ হিসেবে দলে যোগ দিতে পারেন শ্রীলঙ্কার পাকির আলী। ’
 
শেখ রাসেল ক্রীড়া চক্রঃ বছরের সেরা চমক হতে পারে শেখ রাসেল। কোটি টাকা খরচ করে নতুন বেশে দলটি মাঠে নামছে এ মৌসুমে।  
 
জায়েদুর রহমান মিলন, সহকারী কোচ (শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড), ‘আমাদের দলের ১২ জন খেলোয়াড় জাতীয় দলে খেলছেন। সম্প্রতি আমরা উজবেকিস্তান গিয়ে এএফসি কাপের বাছাইপর্ব (দ্বিতীয় রাউন্ড) খেলে এসেছি। হারলেও আমরা ভাল খেলেছি। খেলোয়াড়দের প্রস্তুতি ও ফিজিক্যাল ফিটনেস ভাল পর্যায়েই আছে। ফেযারেশন কাপে ভালো করতে চাই। ’
 
চট্টগ্রাম আবাহনীঃ চট্টগ্রাম প্রতিনিধিত্বকারী দল চট্টগ্রাম আবাহনী। সুযোগ বুঝে মাঝে মধ্যেই চমকে দেয় বড় দলগুলোকে। কেন নয়, ঐতিহ্যবাহী নামই যার চেতনার মূল উৎস।
 
শাকিল মাহমুদ, ম্যানেজার (আবাহনী লিমিটেড ), ‘নতুন প্রতিভা খুঁজে নিয়ে তা জাতীয় পর্যায় পর্যন্ত পৌঁছে দেয়াই চট্টগ্রাম আবাহনীর বৈশিষ্ট্য। এই টুর্নামেন্টে আমরা বরাবরের মতোই এবারও নান্দনিক ফুটবল খেলব। দলে থাকবে তিন বিদেশী ফুটবলার। ’
 
ব্রাদার্স ইউনিয়ন‍ঃ গোপীবাগ দল ব্রাদার্স ইউনিয়ন একটি সময় মাঠ কাঁপালেও এখন নেই সেই আগের মতো অবস্থা। গত কয়েক বছরে শিরোপার স্বাদ পায়নি দলটি।

লিটন খান, ম্যানেজার (ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড), ‘শুধু একটা কথাই বলব। এই টুর্নামন্টে ব্রাদার্স ইউনিয়ন খেলবে ব্রাদার্সের মতোই। ’
 
ঢাকা মোহামেডানঃ ঐতিহ্যবাহী ঢাকা মোহামেডান ক্লাবের বর্তমান সময় খুবই খারাপ যাচ্ছে। গত মৌসুমে প্রিমিয়াল লিগ, ফেডারেশন কাপ কোথাও সাফল্য পায়নি দলটি। শুধুমাত্র স্বাধীনতা কাপে একটি শিরোপার স্বাদ পেয়েছে। ক্লাবের ম্যানেজার আহমেদ ইমতিয়াজ নাকিব মাঠে লড়াইয়ের ইংগিত দিলেন, ‘এবার আমরা একটু দেরিতে দল গঠন করেছি। মূলত তরুণদের সমন্বয়ে দল গঠিত হয়েছে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হবো কিনা জানি না। তবে আমরা লড়াই করবো। ’

দলীয় অধিনায়ক অরুপ কুমার বৈদ্য বলেন, ‘আমি এই দলটি নিয়েই চ্যাম্পিয়ন হতে চাই। কেননা ফুটবল এগারো জনের খেলা। আমরা এবার খেলব একটি টিম হয়ে। তাই ম্যাচে জয়ের বিকল্প নেই। ’

রহমতগঞ্জ এম.এফ.এস‍ঃ পরিশ্রমী দল রহমতগঞ্জ। মাঝে মধ্যেই তারকাবিহীন দলটি চমকে দেয় সবাইকে। এবারও তারা ভালো খেলতে প্রস্তুত। রহমতগঞ্জ ক্লাবের সাধারণ সম্পাদক ইমতিয়াজ আহমেদ বলেছেন, ‘আমরা চ্যাম্পিয়নস লিগে অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে বাংলাদেশ প্রিমিয়ার লিগে উন্নীত হয়েছি। সব সময়ই আমরা বড় দলগুলোকে চমকে দিয়েছি, এবারও চমক দেখাতে চাই। ’

রহমতগঞ্জের দলীয় অধিনায়ক জাহিদুল হাসান আরিফও কথা বললেন সাধারণ সম্পাদকের সূরেই। ‘যে দলটি নিয়ে আমরা চ্যাম্পিয়নসশিপের শিরোপা জিতেছি সে দলেরই অধিকাংশ খেলোয়াড় নিয়ে এবারের দলটি গড়া। আগামীকাল মোহামেডানের বিপক্ষে কিছু করে দেখাতে চাই। ’
 
শেখ জামাল ধানমন্ডি ক্লাব‍ঃ ওদিকে ফুরফুরে মেজাজে আছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব। কিংস কাপ(ভূটান), বর্তমান প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন দলটি এবারও মাঠে প্রতিপক্ষের বুকে কাঁপন ধরাতে প্রস্তুত।
 
ফেডারেশন কাপের বর্তমান চ্যাম্পিয়ন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অধিনায়ক নাসির উদ্দিন চৌধুরী প্রতিটি ম্যাচেই জয় চান। হতে চান টুর্নামেন্টের চ্যাম্পিয়ন। এ সম্পর্কে তিনি বলেন, ‘শেখ জামাল বাংলাদেশে ভালো মানের ফুটবল খেলে। সেই ধারাবাহিকতা ফেডারেশন কাপেও ধরে রাখতে চাই। এবারো আমাদের লক্ষ্য প্রতিটি টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়া। প্রথম ম্যাচে জিতে মৌসুমের শুভ সূচনা করতে চাই। ’
 
ফেনী সকার ক্লাব‍ঃ ফেনীর জেলার প্রতিনিধিত্বকারী দল ফেনী সকার ক্লাব এবারও তাদের জাদু দেখাতে প্রস্তুত। দলটির অধিনায়ক আকবর হোসেন রিদন বলেন, ‘ প্রথম ম্যাচে আমরাদের প্রতিপক্ষ শেখ জামাল ধানমন্ডি ক্লাব। শেখ জামাল যেহেতু চ্যাম্পিয়ন দল তাই তাদের সঙ্গে জয় পাব সেটি বলতে পারছি না। তবে আমাদের আত্মবিশ্বাস আছে। আমরা পয়েন্ট নিয়ে মাঠ ছাড়বো। সেই লক্ষেই মাঠে নামবো। ফেডারেশন কাপে। ’

বাংলাদেশ সময়: ১৯৪০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।