ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

নিয়ম নীতির বালাই নেই কাবাডি ক্যাম্পে

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫
নিয়ম নীতির বালাই নেই কাবাডি ক্যাম্পে ছবি: সংগৃহীত

ঢাকা: ইন্দো-বাংলাদেশ বাংলা গেমসেকে সামনে রেখে ফুটবল বাদে আট ডিসিপ্লিনের চলছে অনুশীলন ক্যাম্প। তবে ব্যতিক্রম কাবাডির ক্যাম্পের, ১৫ দিন আগে ক্যাম্প শুরু হলেও বিভিন্ন কারণে ক্যাম্পের ব্যবস্থাপনা স্থবির হয়ে পড়েছে।

ইতোমধ্যেই নিয়ম নীতির তোয়াক্কা না করেই ক্যাম্প ছেড়ে একটি ক্লাবের হয়ে খেলতে গেছেন দুই খেলোয়াড়। খেলার কারণে তারা ভারতে চলে গেছেন বলে অভিযোগ উঠেছে।

১ ফেব্রুয়ারি কাবাডি স্টেডিয়ামে শুরু হয় জাতীয় মহিলা কাবাডি দলের অনুশীলন ক্যাম্প। জাতীয় দলের ১৪ জনের সঙ্গে আরও চারজনকে ডাকা হয়েছিল এ ক্যাম্পে। কিন্তু ধানমন্ডি সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে গত ১৫ দিনে অনুশীলন ক্যাম্পটি ঠিকমতো পরিচালিত হচ্ছে না।
 
মাঝে বাংলাদেশ পাটকল কর্পোরেশনের আন্তঃপ্রতিযোগিতা থাকায় অনেক খেলোয়াড় চলে যান সেখানে। দিন চারেক আগে বিজেএমসির খেলা শেষ হলেও অনেকেই ক্যাম্পে ফিরে আসেননি। তাই আটজনকে নিয়েই অনুশীলন চালিয়ে যেতে হয় কোচ সুবিমল চন্দ্র দাসকে।
 
গত শনিবার হঠাৎ করেই কাউকে কিছু না বলে ক্যাম্প ছেড়ে একটি ক্লাবের হয়ে ভারতের পশ্চিমবঙ্গে খেলতে চলে যান টুকটুকি আক্তার ও মিতা খাতুন পাখি। যদিও ওই দুই খেলোয়াড় ছুটি নিয়েছেন বলেই জানান কোচ সুবিমল।
 
তবে, কবে নাগাদ সকল খেলোয়াড় ক্যাম্পে ফিরে আসবেন তা সংশ্লিষ্ট কেউই বলতে পারেননি!

বাংলাদেশ সময়: ২০০০ ঘন্টা, ফেব্রুয়ারি ১৫, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।