ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

মেসির হ্যাটট্রিক, উড়ে গেল লেভান্তে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০১৫
মেসির হ্যাটট্রিক, উড়ে গেল লেভান্তে ছবি: সংগৃহীত

ঢাকা: স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে স্বাগতিকদের বিপক্ষে আতিথ্য নিয়েছিল লেভান্তে। লুইস এনরিকের বার্সা এ ম্যাচে লেভান্তেকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলের ব্যবধানে।

দলের সেরা তারকা লিওনেল মেসি, নেইমার আর সুয়ারেজ গোল করেন।

প্রথমার্ধের ১৭ মিনিটেই গোলের দেখা পায় বার্সা। দলের ব্রাজিলিয়ান তারকা নেইমারের গোলে লিড নেয় কাতালানরা। ব্রাজিল অধিনায়কের গোলে আবারো মেসির অ্যাসিস্ট। দিন দিন এ দুই তারকার জুটিটি যতই জমে উঠছে, বার্সা যেনো ততই ভয়ঙ্কর হয়ে উঠছে।

ম্যাচের ৩৮ মিনিটের মাথায় মেসি নিজেই গোল করে দলের লিড বাড়ান। নিজের প্রথম আর দলের দ্বিতীয় গোল করতে আর্জেন্টাইন তারকা মেসি সহায়তা পান বারত্রার। ফলে, ২-০ গোলের লিড পায় কাতালানরা। প্রথমার্ধে এ ফল নিয়েই বিরতিতে যায় এনরিকের ছাত্ররা।

বিরতির পর খেলার ৫৯ মিনিটে আবারো গোল করেন মেসি। বাসকুয়েটসের থেকে বল পান বার্সার হয়ে ৩০০ ম্যাচ খেলতে নামা পেদ্রো। এরপর পেদ্রোর থেকে মেসি বল পেলে নিজের দ্বিতীয় আর দলের তৃতীয় গোল আদায় করে নিতে ভুল করেননি চারবারের ব্যালন ডি অর জয়ী মেসি। আর ৬৫ মিনিটে আর্জেন্টাইন অধিনায়ক মেসি তার হ্যাটট্রিক পূর্ণ করেন। পেনাল্টি গোলে দলের লিড নিয়ে যান ৪-০ তে।

বার্সার প্রথম গোলদাতা নেইমারকে ম্যাচের ৬৭ মিনিটে তুলে নেন লুইস এনরিক। নেইমারের বদলি হিসেবে মাঠে আসেন লিভারপুলের সাবেক তারকা উরুগুয়ের স্ট্রাইকার লুইস সুয়ারেজ। বার্সার হয়ে নিজের গোলক্ষুধা মেটাতে বেশি সময় নেননি সুয়ারেজ। খেলার ৭৩ মিনিটে গোল করেন সুয়ারেজ। সেটিও আবার যেমন-তেমন গোল নয়, দর্শনীয় এক গোল করেন সুয়ারেজ। তার অসাধারণ গোলের অ্যাসিস্ট করেন আদ্রিয়ানো।

ম্যাচের ৮৬ মিনিটে আর্জেন্টাইন ক্ষুদে জাদুকরের আরেকটি গোলের সুযোগ এসেছিল। বাঁপায়ের জোড়ালো শটে লেভান্তের জালে বল জড়াতে চেয়েছিলেন মেসি। তবে, এ যাত্রায় অতিথি দলের গোলরক্ষক মারিনো দলকে আরেকটি গোলের লজ্জা থেকে রক্ষা করেন। মেসির নেওয়া শটটি লাফিয়ে উঠে গোলবারের উপর দিয়ে পাঠিয়ে দেন তিনি।

ফলে, ম্যাচের শেষ বাঁশি বাজার পর ৫-০ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।

এ জয়ের পর পয়েন্ট টেবিলের দুইয়েই রইল বার্সা। ২৩ ম্যাচ খেলে কাতালানদের সংগ্রহ ৫৬ পয়েন্ট। সমান ম্যাচ খেলে এক পয়েন্ট বেশি নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে আরেক স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ।

বাংলাদেশ সময়: ০০০০ ঘণ্টা, ১৬ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।