ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

স্কুল হকির ঢাকা ভেন্যুর খেলা শুরু

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
স্কুল হকির ঢাকা ভেন্যুর খেলা শুরু ছবি: সংগৃহীত

ঢাকা: সত্যিই ভাগ্যবান স্কুল হকির ঢাকা জোনের ক্ষুদে খেলোয়াড়রা। মঙ্গলবার নব স্থাপিত নীল টার্ফে জাতীয় দল নয়, নতুন টার্ফে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় জিনজিরা পিএম পাইলট স্কুল ও মতিঝিল সরকারী বয়েজ স্কুল।

ম্যাচে ৭-০ গোলে জয় পায় জিনজিরা পিএম পাইলট স্কুল।

দেশজুড়ে ১১টি ভেন্যুতে ভাগ হয়ে চলছে এ টুর্নামেন্টটি। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে বিকেল সাড়ে ৩টায় বেলুন উড়িয়ে বাছাইপর্বের উদ্বোধন করেন প্রধান অতিথি ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মো: ওয়াসেক আলী, বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলা লি:-এর উপদেষ্টা প্রশাসন কর্নেল (অব) মীর মোতাহার হাসান ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের হেড অব মার্কেটিং এ্যান্ড ডেভলপমেন্ট আযম খান, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক খাজা রহমতউল্লাহ, জাতীয় স্কুল হকি কমিটির সম্পাদক আ.ন.ম. মামুন উর রশিদ ও যুগ্ম সম্পাদক জাফরুল আহসান বাবুলসহ ফেডারেশনের অন্যান্য কর্মকর্তা।

প্রথম ম্যাচে জিনজিরা পিএম পাইলট স্কুল ৭-০ গোলে মতিঝিল সরকারী বালক উচ্চ বিদ্যালয়কে, নাহার একাডেমী ৩-০ গোলে পয়সা উচ্চ বিদ্যালয়কে, ফতুল্লা পাইলট স্কুল ১২-১ গোলে লালবাগ বর্ণমালা পাঠশালাকে হারায়। আর জয়গোবিন্দ উচ্চ বিদ্যালয় ১-১ গোলে রহমতউল্লাহ মডেল হাই স্কুলের সঙ্গে ড্র করে।

ফরিদপুর ভেন্যুর খেলার ফল: পুলিশ লাইন হাই স্কুল ফরিদপুর ১-০ গোলে এস এম মডেল সরকারী উচ্চ বিদ্যালয় গোপালগঞ্জকে, ইউনাইটেড ইসলামী সরকারী উচ্চ বিদ্যালয় ১-০ গোলে ফরিদপুর উচ্চ বিদ্যালয়কে, ময়েজ উদ্দিন উচ্চ বিদ্যালয় ফরিদপুর ২-০ গোলে সাদিপুর উচ্চ বিদ্যালয় ফরিদপুরকে, মানিকগঞ্জ মডেল হাই স্কুল মানিকগঞ্জ ২-১ গোলে মাদারীপুর পাবলিক ইনস্টিটিউটকে এবং ফরিদপুর মুসলিম মিশন ২-০ গোলে হারায় অংকুর স্কুল এ্যান্ড কলেজ রাজবাড়ীকে।
 
বাংলাদেশ সময়: ১৮২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।