ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

খেলা

শেষ ৬ মিনিটের জাদুতে ক্ষতবিক্ষত বারিধারা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৭, ২০১৫
শেষ ৬ মিনিটের জাদুতে ক্ষতবিক্ষত বারিধারা ছবি : সংগৃহীত

ঢাকা: মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় মুক্তিযোদ্ধা আর উত্তর বারিধারা। ম্যাচে বারিধারার বিপক্ষে ৪-০ গোলে জয় পেয়েছে বর্তমান রানার্সআপ দল মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।



ম্যাচের শুরুতেই মুক্তিযোদ্ধা অনেকটাই চেপে ধরে খেলতে থাকে বারিধারাকে। ফলাফলটিও পেয়েছে অল্প সময়ের মধ্যেই। ৭ মিনিটে জাহিদ পারভেজের ক্রসকে সুন্দর ভাবে রিসিভ করে মুক্তির বিদেশী ফরোয়ার্ড কামার সাবাব। বলটি লুফ নিয়েই গোলে রুপান্তর করেন এনামুল হক। ফলে ১-০ গোলে এগিয়ে যায় অলরেডস খ্যাত মুক্তিযোদ্ধা ক্রীড়া চক্র।

প্রথমার্ধ জুড়ে আর কোন গোল না হওয়ার ফলে নির্ধারিত সময় শেষে ১-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় দলটি।     

দ্বিতীয়ার্ধের শুরুতে আরো আক্রমণাত্মক হয়ে যায় মুক্তিযোদ্ধা। একের পর এর আক্রমণ শানাতে থাকে বারিধারার শিবিরে। শেষ বাঁশি বাজার ৬ মিনিট আগে গুনে গুনে তিনবার বারিধারার জাল কাঁপিয়ে দেয় মুক্তিযোদ্ধার আক্রমণভাগের খেলায়াড়গণ।

৮৪ মিনিটে মধ্য মাঠ থেকে মুক্তিযোদ্ধার মিডফিল্ডার এনামুলের থ্রু পাসকে কাজে লাগিয়ে ব্যবধান দ্বিগুন করে মুক্তির ফরোয়ার্ড বিপ্লব।

৮৮ মিনিটে ফয়সাল মাহমুদের থেকে বল পেয়ে যায় অলরেডসদের বিদেশী ফরোয়ার্ড কামারা, ডি বক্সের মধ্য থেকে তার পাসকে কাজে লাগিয়ে গোল করে প্রথম গোলের নায়ক এনামুল হক।

আর নির্ধারিত সময়ের কয়েক সেকেন্ড আগে গোল করেন আনোয়ার হোসেন। ফলে ৪-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে ফেডারেশন কাপের বর্তমান রানার্সআপ দলটি।

বাংলাদেশ সময়: ২১৫১ ঘণ্টা, ১৭ ফেব্রুয়ারি ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।